বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দাঁড়াও,
মাথা খাও, যেয়ো না সখা।
পাঠ ও পাঠভেদ:
দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়-
কতদিন পরে আজি পেয়েছি দেখা॥
আর তো চাহি নে কিছু, কিছু না, কিছু না-
শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব।
তাও কি হবে না গো, সখা গো!
শুধু একবার ফিরে চাও- সখা গো, ফিরে চাও॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান। দেশ-কাওয়ালি।
পৃষ্ঠা: ৪৪৩]
[নমুনা]
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৪৭ সংখ্যক
গান।
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২।
বিবিধ ৭৪। দেশ-কাওয়ালি। পৃষ্ঠা: ৬৪]
[নমুনা]
স্বরবিতান
দ্বাত্রিংশ
(৩২)
খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ২৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। স্বরবিতান-৩৬, সঙ্গীত প্রকাশিকা, গীতলিপি-প্রথম ভাগ
সুর ও তাল:
রাগ : দেশ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
রাগ: দেশ তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৮
রাগ: দেশ, সিন্ধু তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০২