বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওকি সখা, মুছ আঁখি।
পাঠ ও পাঠভেদ:
ওকি সখা, মুছ আঁখি। আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা! আমি অভাগিনী- আমি মরি তাহে দুখ কিবা॥
পড়ে ছিনু চরণতলে- দলে গেছ, দেখ নি চেয়ে।
গেছ গেছ, ভালো ভালো- তাহে দুখ কিবা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
রাগ : বিলাবল। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
রাগ: বিলাবল। তাল: ত্রিতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪১।]