বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
খুলে দে তরণী, খুলে দে তোরা,
পাঠ ও পাঠভেদ:
খুলে দে তরণী, খুলে দে তোরা, স্রোত বহে যায় যে।
মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে- এই বেলা খুলে দে॥
ভাঙিয়ে ফেলেছি হাল, বাতাসে পুরেছে পাল,
স্রোতোমুখে প্রাণ মন যাক ভেসে যাক-
যে যাবি আমার সাথে এই বেলা আয় রে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। বাহার-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৪০] [নমুনা]
অখণ্ড তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম ও প্রকৃতি পর্যায়ের ১৪ সংখ্যক গান।
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ। বিবিধ ৮। বাহার-কাওয়ালী। [নমুনা]
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১২) নবম গান। পৃষ্ঠা ২৪-২৫ ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]। বাহার। একতালা। পৃষ্ঠা: ২৩-২৪ পৃষ্ঠা।
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]। বাহার। একতালা। পৃষ্ঠা: ২৩-২৪ পৃষ্ঠা।
সুর ও তাল:
বাহার। একতাল। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]।
রাগ : মিশ্র বাহার। তাল : একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৮]
গ্রহস্বর: ধা