বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: আমার 
জ্বলে নি আলো অন্ধকারে 
	পাঠ 
ও পাঠভেদ:   
	-  গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:  প্রেম (প্রেম 
বৈচিত্র্য-২৩০) 
 পর্যায়ের 
২৫৭  সংখ্যক গান  
	
		
			আমার   জ্বলে নি আলো    অন্ধকারে         
দাও না সাড়া কি তাই   বারে বারে
 ॥  
তোমার বাঁশি আমার বাজে বুকে  
			কঠিন দুখে, 
গভীর সুখে-          
যে  
জানে না পথ কাঁদাও তারে॥           
			
চেয়ে রই রাতের আকাশ-পানে,           
			
মন যে কী চায় তা মনই জানে। 
আশা জাগে কেন অকারণে        
			
আমার মনে ক্ষণে ক্ষণে,
ব্যথার টানে তোমায়  আনবে দ্বারে	॥  
		
	
 
	 Ms.464
	 
	 পাঠভেদ:    
	 তথ্যানুসন্ধান 
	 
	
		-  ক. রচনাকাল ও স্থান:  
		গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
		 ১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
		
		প্রবাহিনী
		-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে 
		ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের 
		বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
 [৬৪ 
	বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
			-  গ্রন্থ: 
			
				-  
				গীতবিতান 
				 
				 তৃতীয় খণ্ড, প্রথম 
					সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)  
-  দ্বিতীয় খণ্ড, 
					দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮) 
-  অখণ্ড সংস্করণ, 
					তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 
				 প্রেম ( প্রেম 
বৈচিত্র্য -২৩০) পর্যায়ের 
২৫৭  সংখ্যক গান।
 
-  
			চিরকুমার সভা 
				। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। নীরবালার গান। 
				পৃষ্ঠা: ১২৪। 
[নমুনা]
		
	
-  চিরকুমার 
				সভা (বৈশাখ ১৩৩২ )। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। নীরবালা'র গান। 
				রবীন্দ্ররচনাবলী ষোড়শ (১৬) খণ্ড। (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ২২৬। 
- 
			 
				
				প্রবাহিনী  (বিশ্বভারতী ১৩৩২ 
			বঙ্গাব্দ)
				প্রত্যাশা ১৩। পৃষ্ঠা: ৩৭-৩৮। [নমুনা:
				
				প্রথমাংশ,
				
				শেষাংশ] 
-   
	স্বরবিতান দ্বিতীয় খণ্ডের 
			(মাঘ ১৪১২) প্রথম  
গান। 
পৃষ্ঠা: ৭-১০।
[নমুনা]
 
-  পত্রিকা: সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা 
			(শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত 
			হয়েছিল। 
গ.
		 
 সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			-  
			স্বরলিপি: [নমুনা] 
-  স্বরলিপিকার:
			 
			অনাদিকুমার দস্তিদার।
 [অনাদিকুমার 
			দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা]
- সুর ও তাল:
	-  
 
	স্বরবিতান দ্বিতীয় খণ্ডে  (মাঘ ১৪১২)
	গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি (২।৪ ছন্দে) 
	ষষ্ঠীতালে নিবদ্ধ।
[ষষ্ঠী তালে নিবদ্ধ গানের তালিকা]
	
-  রাগ : মিশ্র  [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৬]
 
	
-  রাগ: বেহাগ-খাম্বাজ। তাল: ষষ্ঠী      [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৫২]। 
-  
		রাগ: খাম্বাজ। অঙ্গ: কীর্তন। তাল:   
			 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
			প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
			পৃষ্ঠা: ৯৩] 
 
- 
			  গ্রহস্বর-র্সা। 
			 
- 
			 লয়-মধ্য।