বিষয়: রবীন্দ্রসঙ্গীত 
		
		শিরোনাম: 
কেন সারা দিন ধীরে ধীরে
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ২৯৬
	
		
কেন সারা দিন ধীরে ধীরে
    বালু নিয়ে শুধু খেলো তীরে॥
চলে গেল বেলা,  রেখে মিছে খেলা
    ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।
অকূল ছানিয়ে যা পাও তা নিয়ে
    হেসে কেঁদে চলো ঘরে ফিরে॥
নাহি জানি মনে কী বাসিয়া 
			
পথে বসে আছে কে আসিয়া।
কী কুসুমবাসে  ফাগুনবাতাসে
    হৃদয় দিতেছে উদাসিয়া।
চল্ ওরে এই খ্যাপা বাতাসেই
        
সাথে নিয়ে সেই উদাসীরে॥
		
	
 
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	
- 
	
	পাঠভেদ: 
কেন সারা দিন ধীরে ধীরে
 যা পাও তা নিয়ে                  
	:   গীতবিতান ২ (আশ্বিন ১৩৫৪)
 যা' পাস তা' নিয়ে                 
	:   কাব্যগীতি (১৩২৬)
 গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
- তথ্যানুসন্ধান
 
	- ক. রচনাকাল ও স্থান: ১৩০৮ 
	বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৪০ বৎসর বয়সের রচনা [সূত্র : 
	
গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]
 
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ:
- 
	কাব্যগ্রন্থ
- 
		অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ।  মুলতান। পৃষ্ঠা: ৯৩]
[নমুনা]
- 
	দশম খণ্ড 
			[ইন্ডিয়ান প্রেস। ১৩২৩ বঙ্গাব্দ,  বিবিধ সঙ্গীত।  পৃষ্ঠা
 ৯৩ ]
	[নমুনা]
 
- 
		 
		গান 
	 
		
-  
			
			গীতবিতান
		- 
		প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
				[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
				১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত 
				সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: 
					২১৮] 
				[নমুনা]
-  অখণ্ড গীতবিতানের প্রেম  (প্রেম বৈচিত্র্য-২৬৯) 
			
			পর্যায়ের  
			
			২৯৬  
			সংখ্যক গান 
 
- 
			
			প্রবাহিনী (বিশ্বভারতী 
			১৩৩২ বঙ্গাব্দ)।  প্রত্যাশা-৮। পৃষ্ঠা: ৩৪
			[নমুনা]
			 
- 
			স্বরবিতান
			 
			ত্রয়স্ত্রিংশ (৩৩,কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩ বঙ্গাব্দ) ১২ সংখ্যক গান। পৃষ্ঠা : ৪৬-৪৭।   
			 [নমুনা]
			 
- চিরকুমার সভা 
			
				-  
				
				চিরকুমার সভা। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। পঞ্চম অঙ্ক, চতুর্থ 
				দৃশ্য। শ্রীশের গান। পৃষ্ঠা: ২০৩। 
			
- (রবীন্দ্র রচনাবলী, ষোড়শ 
খণ্ড, বিশ্বভারতী, বৈশাখ ১৩৯১ বঙ্গাব্দ, পৃষ্ঠা ২৭৮-২৭৯)।
 
 
- পত্রিকা:
			- ভারতী  
		(জ্যৈষ্ঠ ১৩০৮ বঙ্গাব্দ)। চিরকুমার সভা, চতুর্দশ অধ্যায়। শ্রীশ-এর গান। 
		পৃষ্ঠা: ১৪২-১৪৪। [নমুনা:
			প্রথমাংশ, 
			
			দ্বিতীয়াংশ]
- প্রবাসী 
		(ফাল্গুন ১৩২৪ বঙ্গাব্দ)।
 
 
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপি ও স্বরলিপিকার:  
		দিনেন্দ্রনাথ ঠাকুর। 
		
 [ দিনেন্দ্রনাথ ঠাকুর 
-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
- সুর<  ও তাল: 
		
		
			- 
			স্বরবিতান
			 
			ত্রয়স্ত্রিংশ 
(৩৩, কাব্যগীতি) 
			খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩
			
			বঙ্গাব্দ)
			খণ্ডে 
			
			গৃহীত 
			গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। 
			উক্ত স্বরলিপিটি 
			৩।২।৩ মাত্রা ছন্দে রূপকড়া তালে নিবদ্ধ।
- রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
- রাগ: পিলু। তাল: রূপকড়া[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৭]
- 
রাগ: 
			কাফি, ভীমপলশ্রী। তাল: রূপকড়া। 
			 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।] 
			
- গ্রহস্বর: পা।
- লয়: মধ্য।