বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কেন সারা দিন ধীরে ধীরে
পাঠ ও পাঠভেদ:
কেন সারা দিন ধীরে ধীরে
বালু নিয়ে শুধু খেলো তীরে॥
চলে গেল বেলা, রেখে মিছে খেলা
ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।
অকূল ছানিয়ে যা পাও তা নিয়ে
হেসে কেঁদে চলো ঘরে ফিরে॥
নাহি জানি মনে কী বাসিয়া
পথে বসে আছে কে আসিয়া।
কী কুসুমবাসে ফাগুনবাতাসে
হৃদয় দিতেছে উদাসিয়া।
চল্ ওরে এই খ্যাপা বাতাসেই
সাথে নিয়ে সেই উদাসীরে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
কেন সারা দিন ধীরে ধীরে
যা পাও তা নিয়ে
: গীতবিতান ২ (আশ্বিন ১৩৫৪)
যা' পাস তা' নিয়ে
: কাব্যগীতি (১৩২৬)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩০৮
বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৪০ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
গীতবিতান
রাগ: কাফি, ভীমপলশ্রী। তাল: রূপকড়া। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।]