গান সংখ্যা:
শিরোনাম: নিশি না পোহাতে জীবনপ্রদীপ
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ
নিশি না পোহাতে জীবনপ্রদীপ
জ্বালাইয়া যাও প্রিয়া,
তোমার অনল দিয়া॥
কবে যাবে তুমি সমুখের পথে দীপ্ত শিখাটি বাহি
আছি তাই পথ চাহি।
পুড়িবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব হিয়া
আপন আঁধার নিয়া॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
সমুখের পথে দীপ্ত শিখা
দীপ্ত শিখাটি বাহি
:স্বরলিপি, কাব্যগীতি (১৩২৬)
সমুখের পথে দীপ্ত শিখাটি
বাহি
:কথার অংশ: কাব্যগীতি (১৩২৬)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
আমার নীরব হিয়া আপন আধারে
আপন আঁধার নিয়া
:স্বরলিপি, কাব্যগীতি (১৩২৬)
আমার নীরব হিয়া
আপন আঁধার নিয়া
:কথার অংশ: কাব্যগীতি (১৩২৬)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত
'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের মাঘ
মাসে উপন্যাসের নবম পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের পৌষ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৮ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। (চিরকুমার সভা, হিতবাদী সংস্করণ গ্রন্থাবলী ১৩১১। পৃষ্ঠা: ২৫০]
নমুনা
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
প্রেম (প্রেম বৈচিত্র্য-৯৮) পর্যায়ের ১২৫ সংখ্যক গান।
-
চিরকুমার সভা
।
-
রবীন্দ্র-গ্রন্থাবলী, রঙ্গচিত্র বিভাগ। হিতবাদী সংস্করণ (১৩১১)।
-
প্রথম সংস্করণ। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। পঞ্চম অঙ্ক, চতুর্থ দৃশ্য। অক্ষয়ের গান।
পৃষ্ঠা: ২০১-২০২। [
নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- প্রজাপতির নির্বন্ধ।
-
প্রথম সংস্করণ।
ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ। রবীন্দ্র-গ্রন্থাবলীতে পঞ্চদশ
পরিচ্ছেদ। চিরকুমার প্রাথমিক রূপ। [রবীন্দ্ররচনাবলী, চতুর্থ খণ্ড,
বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৩ বঙ্গাব্দ]
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ) । প্রত্যাশা ২৮। পৃষ্ঠা: ৪৭।
[নমুনা]
-
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ
(৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩) ১৩
সংখ্যক গান। পৃষ্ঠা ৪৮-৪৯।
[নমুনা]
- পত্রিকা:
- ভারতী (মাঘ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। নবম পরিচ্ছদ। অক্ষয়ের
গান। পৃষ্ঠা: ৯৩১-৯৩২। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
- রাগ ও তাল:
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ
(৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩), গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র সাহানা। গানের প্রারম্ভে নায়কী কানাড়ার ছায়া আছে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮০]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য