নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া,
তোমার অনল দিয়া॥
কবে যাবে তুমি সমুখের পথে দীপ্ত শিখাটি বাহি
আছি তাই পথ চাহি।
পুড়িবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব হিয়া
আপন আঁধার নিয়া॥
আপন আঁধার নিয়া :স্বরলিপি, কাব্যগীতি (১৩২৬)
আমার নীরব হিয়া
আপন আঁধার নিয়া
:কথার অংশ: কাব্যগীতি (১৩২৬)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত
'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের মাঘ
মাসে উপন্যাসের নবম পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের পৌষ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৮ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। (চিরকুমার সভা, হিতবাদী সংস্করণ গ্রন্থাবলী ১৩১১। পৃষ্ঠা: ২৫০] নমুনা
২. গান, মোহিত সেন সম্পাদিত (১৩১০ বঙ্গাব্দ)
৩. চিরকুমার সভা,
রবীন্দ্র-গ্রন্থাবলী,
রঙ্গচিত্র বিভাগ।
হিতবাদী সংস্করণ
(১৩১১)।
৪. প্রজাপতির
নির্বন্ধ (ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ)। রবীন্দ্র-গ্রন্থাবলীতে পঞ্চদশ পরিচ্ছেদ। [রবীন্দ্ররচনাবলী, চতুর্থ খণ্ড,
বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৩ বঙ্গাব্দ]
৫.
৬.
চিরকুমার
সভা (পুনর্লিখিত, ১৩৩২)। দ্বিতীয় দৃশ্য, শ্রীশ-এর গান। [রবীন্দ্ররচনাবলী, ষোড়শ খণ্ড,
বিশ্বভারতী। বৈশাখ ১৩৯১)
৭. গান
(১৯১৪ খ্রিষ্টাব্দ)।
৮. কাব্যগ্রন্থ ৮ম খণ্ড (১৯১৬ খ্রিষ্টাব্দ), গান (বিবিধ) ৯৩। মূলতান-রূপকড়।
৯. প্রবাসী (ফাল্গুন ১৩২৪ বঙ্গাব্দ)
১০. কাব্যগীতি (পৌষ ১৩২৬)। নবম পরিচ্ছেদ। অক্ষয়ের গান।
গ. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার মাঘ ১৩০৭ বঙ্গাব্দের প্রকাশিত হয় চিরকুমার সভা'র নবম পরিচ্ছদ-এর সাথে গানটি প্রকাশিত হয়। ধারণা করা হয়, গানটি রবীন্দ্রনাথ ১৩০৭ বঙ্গাব্দের পৌষ মাসের দিকে রচনা করেছিলেন। এই বিচারে অনুমান করা যায়, এই গানটি রবীন্দ্রনাথের ৩৯ বৎসর ৮ মাস বয়সের রচনা।
ঘ. প্রাসঙ্গিক
পাঠ:
পাঠভেদ আছে।
ঙ. স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
চ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরবিতান
ত্রয়স্ত্রিংশ (৩৩,
কাব্যগীতি) খণ্ডে (অগ্রহায়ণ ১৪১৩),
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
'দাদরা'
তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র সাহানা।
গানের প্রারম্ভে নায়কী কানাড়ার ছায়া আছে। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮০]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য