বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
তরী
আমার হঠাৎ ডুবে যায়
কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়॥
নবীন
তরী নতুন চলে,
দিই
নি পাড়ি অগাধ জলে—
বাহি
তারে খেলার ছলে কিনার-কিনারায়॥
ভেসেছিলেম স্রোতের ভরে,
একা
ছিলেম কর্ণ ধ’রে—
লেগেছিল পালের ’পরে মধুর মৃদু বায়।
সুখে
ছিলেম আপন-মনে,
মেঘ
ছিল না গগনকোণে—
লাগবে
তরী কুসুমবনে ছিলেম সেই আশায়॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭
বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস
প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে উপন্যাসের দশম পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের মাঘ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৯ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- পত্রিকা:
- ভারতী (পৌষ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। দশম পরিচ্ছদ। শ্রীশ-এর গান।
পৃষ্ঠা: ১০৫৫-৫৬। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী
-
সুর ও তাল:
- রাগ: ভৈরবী-রামকেলী। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৩]।
- রাগ: ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৫]