বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
তরী
আমার হঠাৎ ডুবে যায়
কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়॥
নবীন
তরী নতুন চলে,
দিই
নি পাড়ি অগাধ জলে—
বাহি
তারে খেলার ছলে কিনার-কিনারায়॥
ভেসেছিলেম স্রোতের ভরে,
একা
ছিলেম কর্ণ ধ’রে—
লেগেছিল পালের ’পরে মধুর মৃদু বায়।
সুখে
ছিলেম আপন-মনে,
মেঘ
ছিল না গগনকোণে—
লাগবে
তরী কুসুমবনে ছিলেম সেই আশায়॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭
বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস
প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে উপন্যাসের দশম পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের মাঘ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৯ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ১৩৭। [১৩৭]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২২৩-২২৪]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ] - অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
বিচিত্র পর্যায়ের ৬৭ সংখ্যক গান।
-
চিরকুমার সভাা
। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য। বিপিনের গান। পৃষ্ঠা:
১৬৯-১৭০। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- স্বরবিতান একপঞ্চাশত্তম (৫১) খণ্ডের ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা : ৪৩-৪৪।
- পত্রিকা:
- ভারতী (পৌষ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। দশম পরিচ্ছদ। শ্রীশ-এর গান।
পৃষ্ঠা: ১০৫৫-৫৬। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: