মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
রোষারুণরাগরঞ্জিতা! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা!
সঙ্কোচনত-অঙ্গিনী! ভয়ভঙ্গুরভঙ্গিনী!
চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী!
অয়ি খলছল গুণ্ঠিতা! মধুকরভরকুণ্ঠিতা
লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা!
চুম্বনধনবঞ্চিনী দুরূহগর্বমঞ্চিনী!
রুদ্ধকোরক-সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত
'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের পৌষ
মাসে উপন্যাসের অষ্টম পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের অগ্রহায়ণ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৭ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। (চিরকুমার সভা, হিতবাদী সংস্করণ গ্রন্থাবলী ১৩১১। পৃষ্ঠা: ২৪৯-২৫০]
রাগ: কাফি। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
রাগ: সিন্ধু, কাফি। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১২৫।