রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী
ও পত্রিকা
স্বরবিতান-৫৬
এই গ্রন্থের ভাদ্র ১৪১৩ মুদ্রণের ৭১ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গান ও স্বরলিপি -সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্যাদি, এবং উহাদের পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
এই
গ্রন্থের গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
অভয় দাও তো বলি [নাট্যগীতি-৬৩
[তথ্য]
[নমুনা]
আনন্দগান উঠুক তবে বাজি [পূজা-৩০৯]
[তথ্য]
[নমুনা]
আমি তারেই জানি তারেই জানি[পূজা-৫৫১]
[তথ্য]
[নমুনা]
এখনো কেন সময় নাহি হল [প্রেম-৫১]
[তথ্য]
[নমুনা]
এবার বুঝি ভোলার বেলা হল [প্রেম ও প্রকৃতি ৭৮]
[তথ্য]
[নমুনা]
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন [প্রেম ও প্রকৃতি ৯৭]
[তথ্য]
[নমুনা]
ওগো জলের রানী [প্রেম ও প্রকৃতি ৭৪]
[তথ্য]
[নমুনা]
ওগো,তোমার চক্ষু দিয়ে [প্রেম ও প্রকৃতি ৭৪]
[তথ্য]
[নমুনা]
কত কাল রবে বল [নাট্যগীতি-৬৪]
[তথ্য]
[নমুনা]
কমলবনের মধুপরাজি [বিচিত্র-৮]
[তথ্য]
[নমুনা]
কী জানি কী ভেবেছ মনে [নাট্যগীতি-৬৫]
[তথ্য]
[নমুনা]
[নমুনা]
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া [নাট্যগীতি-৮০]
[তথ্য]
[নমুনা]
তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে [পূজা-৬১]
[তথ্য]
[নমুনা]
তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪]
[তথ্য]
[নমুনা]
দিনের বেলায় বাঁশি তোমার [পূজা-৬০৩]
[তথ্য]
[নমুনা]
দেখব কে তোর কাছে আসে [নাট্যগীতি-৬৯]
[তথ্য]
[নমুনা]
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে [পূজা-৩৮৫]
[তথ্য]
[নমুনা]
পথের শেষ কোথায় [পূজা-৬১৫]
[তথ্য]
[নমুনা]
পাছে চেয়ে বসে আমার মন [নাট্যগীতি-৬৬]
[তথ্য]
[নমুনা]
বড়ো থাকি কাছাকাছি [নাট্যগীতি-৬৭]
[তথ্য]
[নমুনা]
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে [স্বদেশ-৪২]
[তথ্য]
[নমুনা]
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে [প্রেম-৩৪]
[তথ্য]
[নমুনা]
মনোমন্দিরসুন্দরী [নাট্যগীতি-৮২]
[তথ্য]
[নমুনা]
রাজরাজেন্দ্র জয় [নাট্যগীতি-৮৪]
[তথ্য]
[নমুনা]
স্বপন-পারের ডাক শুনেছি [বিচিত্র-২২]
[তথ্য]
[নমুনা]
স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে [নাট্যগীতি-৭২]
[তথ্য]
[নমুনা]
হে আকাশবিহারী-নীরদবাহন জল [বিচিত্র-৮২]
[তথ্য]
[নমুনা]
হে মহাদুঃখ,হে রুদ্র, হে ভয়ঙ্কর [পূজা-২৩৩]
[তথ্য]
[নমুনা]