বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বসন্তে আজ ধরার
চিত্ত হল উতলা
পাঠ ও পাঠভেদ:
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের 'পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা॥
আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের-হৃদয়-উথলা॥
আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি―
দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
২৮ মাঘ ১৩২০ বঙ্গাব্দ(১০ ফেব্রুয়ারি ১৯১৪ খ্রিষ্টাব্দ)।
শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৫২ বৎসর
৯ মাস বয়সের রচনা।