বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন
একটুখানি পাওয়া
পাঠ ও পাঠভেদ:
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥
দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া॥
হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
সেই নিয়ে আজ সাজাই আমার থালা-
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া॥
পাণ্ডুলিপির পাঠ: Ms. 111
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান
কালানুক্রমিক সূচী গ্রন্থে ১৩২৫ খ্রিষ্টাব্দের আশ্বিন মাসে রচিত গানের তালিকা
দিয়েছেন, তার ভিতরে এই গানটি রয়েছে।
প্রশান্তকুমার পাল তাঁর রবিজীবনী সপ্তম খণ্ডে
‘আজি
বিজন ঘরে নিশীথরাতে’
গানটির বিষয়ে বলতে গিয়ে-পাণ্ডুলিপি Ms.111
–এর
উল্লেখ করেছেন। এই
পাণ্ডুলিপিতে যে গানগুলো এই সময়ের রচিত বলে অনুমান করা হয়েছে, তার ভিতরে এই গানটি
আছে। ধারণা করা হয় গানটি রবীন্দ্রনাথের ৫৭ বৎসর ৪-৫ মাসের দিকের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম
বৈচিত্র্য-৭৩) পর্যায়ের
১০০ সংখ্যক গান।
গীতপঞ্চাশিকা (১৩২৫ বঙ্গাব্দ)।
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২
বঙ্গাব্দ)।
প্রত্যশা ৪। পৃষ্ঠা: ৩১-৩২
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
স্বরবিতান ষোড়শ
(১৬,
গীতপঞ্চাশিকা।
আশ্বিন
১৪১৩)
খণ্ডের
৩৬ সংখ্যক গান। পৃষ্ঠা : ১২৪-২৮।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ষোড়শ
(১৬,
গীতপঞ্চাশিকা।
আশ্বিন
১৪১৩)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩
মাত্রা ছন্দে 'একতাল'-এ
নিবদ্ধ।
[স্বরলিপি]
রাগ: ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৪]
রাগ: ভৈরবী। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
রাগ: ভৈরবী। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬।]
গ্রহস্বর: সা
লয়: মধ্য।