বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: নয়ন মেলে দেখি আমায়
 পাঠ 
ও পাঠভেদ:  
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম ৩৮৫
 
	
		
			
				নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।
								গোপনে কে এমন ক'রে এ ফাঁদ ফেঁদেছে।
								বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেসে―
				যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে॥
		
	
RBVBMS 358]
 [নমুনা]
	 
	পাঠভেদ:  
	নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে
	              
	গোপনে কে এমন ক'রে এ ফাঁদ ফেঁদেছে        : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	
	              গোপনে কে এমন করে ফাঁদ ফেঁদেছে              :
	
			
	প্রায়শ্চিত্ত 
	(১৩১৬)
	 তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান: 
	১৩১৬-১৭বঙ্গাব্দে এই গানটি রচিত বলে অনুমিত হয়। এই বিচারে গানটি 
	রবীন্দ্রনাথের ৪৮ বৎসর বয়সের রচনা।
 
	
-  খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ
	- 
 
		কাব্যগ্রন্থ
	- 
	
	দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ]। ধর্মসঙ্গীত 
	১। পৃষ্ঠা: ১৪৯-১৫০।
	
	
	[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
 
- 
 
		গান 
		
	
- গীতবিতান
	
- প্রায়শ্চিত্ত 
			, রামচন্দ্রের সভায় তৃতীয়া নটীর গান। (রবীন্দ্র রচনাবলী, নবম খণ্ড, 
			বিশ্বভারতী,বৈশাখ ১৩৯৩ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১২৯)
- 
	স্বরবিতান নবম 
	(৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩৫-৩৬।
	
	[নমুনা]
 
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপি ও স্বরলিপিকার:  
		
		
			- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
			 
			
 [ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
 
- সুর ও তাল: 
		
			- স্বরবিতান নবম 
			(৯, প্রায়শ্চিত্ত) 
			খণ্ডের (মাঘ 
			১৪১২  বঙ্গাব্দ)
			 গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে বিভাস ও 
			একতাল।
 [একতাল 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : বিভাস (বিলাবল ঠাট) [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
 
- রাগ: বিভাস। অঙ্গ: বাউল। 
তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)] পৃষ্ঠা: ৬১
- রাগ: বিভাস 
			(বাংলা)। তাল: একতাল
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
			প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
			পৃষ্ঠা: ১০৬]
 
 
- গ্রহস্বর: গা।
- লয়: মধ্যৱ।