বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নয়ন মেলে দেখি আমায়
পাঠ ও পাঠভেদ:
নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।
গোপনে কে এমন ক'রে এ ফাঁদ ফেঁদেছে।
বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেসে―
যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে॥
পাঠভেদ:
নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে
গোপনে কে এমন ক'রে এ ফাঁদ ফেঁদেছে : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
গোপনে কে এমন করে ফাঁদ ফেঁদেছে
:
প্রায়শ্চিত্ত
(১৩১৬)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩১৬-১৭
বঙ্গাব্দে এই গানটি রচিত বলে অনুমিত হয়।
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
৪৮ বৎসর বয়সের রচনা।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
রাগ: বিভাস (বাংলা)। তাল: একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৬]