বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাস
পাঠ ও পাঠভেদ:
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে—
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে॥
ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী,
মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে॥
কিছু বাঁধা পড়িল বা কেবলই বাসনা-বাঁধনে।
কেহ নাহি দিল ধরা শুধু এ সুদুর-সাধনে।
আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা,
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 290
Ms. 426 (ii)
পাঠভেদ:
গানটির
পাঠভেদ আছে।
স্বরবিতান
একপঞ্চাশত্তম
খণ্ডের (ভাদ্র ১৪১৩) ৫৯ পৃষ্ঠায় মুদ্রিত 'পাঠভেদ' অনুসারে নিচের পাঠভেদ দেখানো হলো।
কেবলই
সুদূর-সাধনে
: শতগান (১৩০৪)
শুধু এ
সুদূর-সাধনে
: গান (১৯০৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
বলেশ্বরী, ৮ আশ্বিন ১৩০৪ বঙ্গাব্দ। [স্বরবিতান
একপঞ্চাশত্তম
খণ্ড (ভাদ্র ১৪১৩)]
রবীন্দ্রনাথের ৩৬ বৎসর ৫ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত
'কল্পনা' নামক
কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯০]
রাগ: বেহাগ। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]