বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি প্রণমি তোমারে চলিব,
নাথ,
সংসারকাজে।
আজি প্রণমি তোমারে চলিব,
নাথ,
সংসারকাজে।
তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে
॥
হৃদয়দেবতা রয়েছে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে,
পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে
॥
সব কলরব সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান,
সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে।
নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে,
সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে
॥
-
পাণ্ডুলিপি: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও সন্ধ্যায়
অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে
'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই উৎসব উপলক্ষে
রচিত। এর ভিতরে এই গানটি প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল। এই সময়ে
রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০]। রাগিণী
বিভাস তাল-একতাল । পৃষ্ঠা: ২৬৪-২৬৫ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস,
১৯১৬
খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ)। ধর্মসঙ্গীত ২। পৃষ্ঠা: ১৯২]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ]। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী বিভাস তাল-একতাল। পৃষ্ঠা: ৩০৮
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
বিভাস। তাল
ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৫৪-২৫৫। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২১১][নমুনা]
-
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৫৯। উপ-বিভাগ:
বিবিধ ১১৯।
-
গীতিচর্চ্চা (বিশ্বভারতী,
পৌষ
১৩৩২ বঙ্গাব্দ)।
পৃষ্ঠা : ৩। [নমুনা:
প্রথমাংশ ,
শেষাংশ]
-
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং
হাউস, ১৩২১)। গান। পৃষ্ঠা: ৬৫
[নমুনা]
-
বৈতালিক [চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ]। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল। পৃষ্ঠা ১৬২-৬৪।
- ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
বিভাস-একতালা।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- স্বরবিতান সপ্তবিংশ (২৭)
খণ্ডের তৃতীয় গান। পৃষ্ঠা ১৫।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২১ শকাব্দ, ১৩০৬ বঙ্গাব্দ)। বিভাস-একতাল। পৃষ্ঠা
১৭৮-৭৯। [নমুনা]
-
পরিবেশনা:
১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবাৎসরিক মাঘোৎসবের প্রাতঃকালীন
উপাসনায় গানটি পরিবেশিত হয়
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
- কাঙ্গালীচরণ
সেন।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ১ম ভাগ।
- দিনেন্দ্রনাথ ঠাকুর। বৈতালিক
- সুর ও তাল:
- রাগ-বিভাস। তাল-একতাল।
স্বরবিতান-২৭, তত্ত্ববোধিনী
-
রাগ:
বিভাস। অঙ্গ: বাউল। তাল:
একতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
- রাগ: বিভাস (বাংলা)। তাল:
একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫১]
- বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।