বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
পাঠ ও পাঠভেদ:
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥
বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে,
কাঁটার পথে যায় সে তোমার অভিসারে ॥
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে—
সেই গানের টানে পারো না আর রইতে দূরে।
লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম,
বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥
পাণ্ডুলিপির
পাঠ:
[RBVBMS
229] [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS 229-তে
লিখিত এই
গানের নিচে স্থান ও তারিখের উল্লেখ আছে 'কলিকাতা/১৬ ফাল্গুন/১৩২০'।
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৫২ বৎসর ১০ মাস বয়সের রচনা।
[৫২ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। গীতি-মাল্য ৬৪। পৃষ্ঠা ৩৬০-৩৬১] [নমুনা]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতিমাল্য'-এর গান থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৪৪০-৪৪১। [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৭১-৭২ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা (উপবিভাগ: বিরহ ৩৭)পর্যায়ের ১৬৪ সংখ্যক গান।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। গীতিমাল্য, ৬৪ সংখ্যক গান। পৃষ্ঠা ১৮২।
গীতলেখা
প্রথম ভাগ (১৩২৪ বঙ্গাব্দ)।
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[স্বরলিপিটি গীতলেখা' প্রথম ভাগ
থেকে স্বরবিতান-৩৯'-এ গৃহীত হয়েছে]
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপির তালিকা]
ঊনচত্বারিংশ খণ্ড (৩৯) -এর তৃতীয় গান। পৃষ্ঠা ১০-১২। [নমুনা]