বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুইটি হৃদয়ে একটি আসন
পাতিয়া বসো হে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে, হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥
প্রাণেশ, তোমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত,
যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥
সংসারপথ দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে তোমার প্রসাদ-অরুণ করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব, তোমারি মাধুরী, তোমারি সত্য—
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কল্পনা (বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ)। শিরোনাম: বিবাহ মঙ্গল। ঝিঝিঁট। [রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড, বিশ্বভারতী (শ্রাবণ ১৩৯৩), পৃষ্ঠা: ১৬৮]
কাব্যগ্রন্থ ৮ (১৩১০ বঙ্গাব্দ)।
গান (১৯১৬)
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত
'কল্পনা' নামক
কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯৩-১৯৪][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
গীতবিতানের আনুষ্ঠানিক পর্যায়ের প্রথম গান।
ধর্ম্মসঙ্গীত (১৯১৪)
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডের (চৈত্র ১৪১৩) পঞ্চম গান। পৃষ্ঠা: ২১-২২
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান চতুস্ত্রিংশ খণ্ডে (সংস্করণ বৈশাখ ১৩৭৭) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
গ্রহস্বর-মা।
লয়-মধ্য।