বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
দুইটি হৃদয়ে একটি আসন
পাতিয়া বসো হে
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
দুইটি
হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে, হৃদয়নাথ
।
কল্যাণকরে
মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥
প্রাণেশ,
তোমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে
চিরবসন্ত,
যুগল
প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥
সংসারপথ
দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে
তোমার প্রসাদ-অরুণ করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল,
তব মহত্ত্ব, তোমারি মাধুরী, তোমারি সত্য—
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
MS. NO 021
-তে এই গানটি পাওয়া যায়।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১৩০৪ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৩৬ বৎসর বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
।
-
সুর ও তাল:
-
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম
খণ্ডে (চৈত্র
১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে একতালে তালে নিবদ্ধ।
।
- রাগ :
সাহানা। তাল:
ঝাঁপতাল। (< প্রেম
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৫৯।
- রাগ :
সাহানা। তাল:
ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০২।
-
গ্রহস্বর-মা।
-
লয়-মধ্য।