বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
আষাঢ়সন্ধ্যা 
ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
প্রকৃতি 
	(উপ-বিভাগ : বর্ষা-৮)
পর্যায়ের ৩৩ সংখ্যক গান।
	
আষাঢ়সন্ধ্যা 
ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা 
বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥
          একলা 
বসে ঘরের কোণে   কী ভাবি যে আপন-মনে,
          সজল 
হাওয়া যূথীর বনে  কী কথা যায় কয়ে॥
হৃদয়ে আজ ঢেউ 
দিয়েছে, খুঁজে না পাই কূল-
সৌরভে প্রাণ 
কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
          আঁধার 
রাতে প্রহরগুলি  কোন্ 
সুরে আজ ভরিয়ে তুলি,
          কোন্ 
ভুলে আজ সকল ভুলি  আছি আকুল হয়ে॥
	
	RBVBMS 358]
	[নমুনা]। 
	
	
	
 
	পাঠভেদ: 
	 
	
	
	ভাবসন্ধান: যুক্ত হবে।
	
 
	তথ্যানুসন্ধান
		- 
 
		ক. রচনাকাল ও স্থান:
		
	রবীন্দ্রনাথের
		
RBVBMS 358 
	
	 পাণ্ডুলিপিতে গানটির সাথে স্থান ও 
		তারিখ উল্লেখ আছে 'শিলাইদহ/২৯ আষাঢ় 
১৩১৬'।
		রবীন্দ্রনাথের ৪৮ বৎসর 
		৩ মাস বয়সের রচনা।
 
		
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ
-  পত্রিকা:
				- 
				
				ভারতী 
				(আশ্বিন ১৩১৬, ৩২ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা)। 
				শিরোনাম: আষাঢ় সন্ধ্যা। 
				[নমুনা]
 
গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			-  
			স্বরলিপিকার: স্বরবিতান ১১ খণ্ডটি প্রথম প্রকাশিত হয় 
১৩২৬ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি গৃহীত 
হয়েছিল। এরপরের প্রথম সংস্করণ হয় শ্রাবণ ১৩৩৫ বঙ্গাব্দে। এই সংস্করণেও এই স্বরলিপি 
ছিল। ১৩৫৭ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়। এই 
সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি সুরান্তর হিসেবে দেখানো হয়েছে। 
উল্লেখ্য এই সংস্করণটির সম্পাদনা করেছিলেন ইন্দিরাদেবী। ধারণা করা হয়, এই 
স্বরবিতানের দ্বিতীয় সংস্করণে গৃহীত মূল স্বরলিপিটি ইন্দিরাদেবী-কৃত।
 পরবর্তীতে স্বরবিতান ৩৭ খণ্ডটিতে এই গানটির সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়। স্বরবিতান ৩৭ খণ্ডটি প্রথম প্রকাশিত হয় ১৩৬১ বঙ্গাব্দের 
			
			আশ্বিন 
মাসে। এছাড়া সংগীত গীতাঞ্জলীতে
(১৩৩৪ বঙ্গাব্দ) গানটি ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়।
 
-  সুর ও তাল:
			
 
				- 
  
				স্বরবিতান একাদশ 
				(১১) 
 খণ্ডে (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) 
				গৃহীত মূল 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি  ।৩ মাত্রা ছন্দে 
				
				দাদরা
তালে নিবদ্ধ 
স্বরবিতান 
সপ্তত্রিংশ (৩৭)  খণ্ডে (ভাদ্র ১৪১৩ 
				বঙ্গাব্দ)  
				গৃহীত মূল 
স্বরলিপিতে রাগ উল্লেখ রয়েছে 
				ইমনকল্যাণ।  
				তাল উল্লেখ করা হয়েছে একতাল।
 
- 
 
				
				রাগ: 
				ইমন। 
তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৩৪। ]
 
- 
	
				রাগ: ইমন কল্যাণ তাল: 
				দাদরা। ছন্দান্তর একতাল
				 
				[রাগরাগিণীর এলাকায় 
				রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
				আকাদেমী, জুলাই ২০০১।  পৃষ্ঠা: ৬৪।]
 
-  
			গ্রহস্বর:
সা।
 
-  
			লয়: 
মধ্য।