রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা
কেতকী
রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি সংবলিত একটি সংকলন। বর্ষাকালের গান নিয়ে এই সংকলনটি
প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীকালে গীতবিতানে এর কিছু গান অন্য পর্যায়ে নেওয়া হয়েছে।
গ্রন্থটির প্রকাশকাল-
শ্রাবণ ১৩২৬। স্বরবিতান-১১ তে এর সকল গান গৃহীত হয়েছে। উল্লেখ্য,
স্বরবিতান-১১ এর অপর নাম কেতকী।
কোথায় আলো, কোথায় ওরে আলো [গান-১৮-১৯।]
[তথ্য]
গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে [পূজা-২৪]
[তথ্য]
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি [পূজা-২০৫ ]
শাঙনগগনে ঘোর ঘনঘটা [প্রকৃতি-৩১] [তথ্য]