বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
কোথায় আলো, কোথায় ওরে আলো
পাঠ ও পাঠভেদ:

  • গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা : ১২৯

      কোথায় আলো, কোথায় ওরে আলো !

বিরহানলে জ্বালো রে তারে জ্বালো

রয়েছে দীপ, না আছে শিখা এই কি ভালে ছিল রে লিখা

ইহার চেয়ে মরণ সে যে ভালো

বিরহানলে প্রদীপখানি জ্বালো

   বেদনাদূতী গাহিছে, ওরে প্রাণ,

তোমার লাগি জাগেন ভগবান

নিশীথে ঘন অন্ধকারে      ডাকেন তোরে প্রেমাভিসারে,

         দুঃখ দিয়ে রাখেন তোর মান

   তোমার লাগি জাগেন ভগবান'

গগনতল গিয়েছে মেঘে ভরি,

   বাদলজল পড়িছে ঝরি ঝরি

এ ঘোর  রাতে কিসের লাগি       পরান মম সহসা জাগি

এমন কেন করিছে মরি মরি

বাদল-জল পড়িছে ঝরি ঝরি

   বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,

নিবিড়তর তিমির চোখে আনে

জানি না কোথা অনেক দূরে  বাজিল গান গভীর সুরে,

সকল প্রাণ টানিছে পথ পানে

নিবিড়তর তিমির চোখে আনে

কোথায় আলো, কোথায় ওরে আলো !

বিরহানলে জ্বালো রে তারে জ্বালো

ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া, সময় হবে না যাওয়া

  নিবিড় নিশা নিকষঘনকালো

পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো