GITANJALII (Song
offerings)
গীতাঞ্জলি
(নোবেল-পুরস্কার প্রাপ্ত)
১৯১৩
খ্রিষ্টাব্দে একটি বিশেষ গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
এই গ্রন্থটির ইংরেজি নাম ছিল-
GITANJALII (Song
offerings)।
বাঙালিদের কাছে সাধারণভাবে এই গ্রন্থটি গীতাঞ্জলি নামে পরিচিত। ১৩১৭
খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথের একটি পৃথক গানের বই প্রকাশিত হয়- এই বইটির নামও
গীতাঞ্জলি। উল্লেখ্য রবীন্দ্রনাথ তাঁর কিছু গান ও
কবিতার স্বকৃত ইংরেজি গদ্য অনুবাদ নিয়ে একটি সংকলন প্রস্তুত করেছিলেন। এই অনুদিত
গ্রন্থের ১০৩টি গান ও কবিতাবলী,
তিনি
তাঁর রচিত বিভিন্ন গ্রন্থ থেকে গ্রহণ করেছিলেন। উল্লিখিত
গ্রন্থের গান ও কবিতাবলী যে সকল গ্রন্থ থেকে গ্রহণ করেছিলেন,
তা হলো–
১। গীতাঞ্জলি ৫৩টি গান ২। গীতিমাল্য ১৬টি গান ৩। নৈবেদ্য ১৫টি কবিতা ৪। খেয়া ১১টি কবিতা ৫। শিশু ৩টি কবিতা |
৬। কল্পনা ১টি কবিতা ৭। চৈতালী ১টি কবিতা ৮। উৎসর্গ ১টি কবিতা ৯। স্মরণ ১টি কবিতা ১০। অচলায়তন ১টি গান |
এই অনুদিত
গ্রন্থে গৃহীত গানগুলির ইংরেজি অনুবাদে,
বাংলা মূল কবিতা বা গানের অবিকৃতরূপ স্থান পায় নি।
কোন কোন ক্ষেত্রে মূল পাঠের অংশবিশেষ বাদ পড়েছে। আবার রচনার ধারাবাহিকতাকেও অনুসরণ করা
হয় নি।
১৯১২
খ্রিষ্টাব্দে লণ্ডনের ইণ্ডিয়ান সোসাইটি ইংরেজি গীতাঞ্জলি'র
একটি
ক্ষুদ্র সংস্করণ বের করে। এরপর ম্যাকমিলান এ্যাণ্ড কোং কর্তৃক প্রথম এর একটি
সংস্করণ প্রকাশিত হয় ১৯১৩
খ্রিষ্টাব্দের মার্চ মাসে। এই বৎসরের ডিসেম্বরের মধ্যেই ১৪বার পুনমুর্দ্রিত হয়। এই
গ্রন্থটি উইলিয়াম
রোদেনষ্টাইনকে উৎসর্গ করা হয়েছিল। আর এর ভূমিকা লিখেছিলেন ডাবলিউ. বি. ইয়েটস। এই গ্রন্থে
অন্তর্ভুক্ত গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
আমার খেলা যখন ছিল তোমার সনে [পূজা-৬৪]
[তথ্য] [গীতাঞ্জলি ৬৮]
আমার মিলন লাগি তুমি [গান-৩৫]
[তথ্য] [গীতাঞ্জলি ৪৬]
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। [পূজা-৫৪ ]
[তথ্য] [গীতাঞ্জলি ১]
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান [পূজা-২৩]
[তথ্য] [গীতাঞ্জলি ৩১]
কোথায় আলো, কোথায় ওরে আলো [পূজা-১২৯]
[তথ্য] [গীতাঞ্জলি ২৭]
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো [গান-৫৯]
[তথ্য][গীতাঞ্জলি ৩৯]
তুমি কেমন করে গান করো হে গুণী [পূজা-৪]
[তথ্য] [গীতাঞ্জলি ২২]
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি [গান-৬৩]
[তথ্য]
দেবতা জেনে দূরে রই দাঁড়ায় [পূজা-১৫৬]
[তথ্য]
[গীতাঞ্জলি ৭৭]
হে মোর দেবতা, ভরিয়া এ 'দেহ প্রাণ [পূজা-৮৫]
[তথ্য] [গীতাঞ্জলি ১০১]
হেথা যে গান গাইতে আসা [পূজা-২২]
[তথ্য] [গীতাঞ্জলি ৪০]