বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: কী লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে

পাঠ ও পাঠভেদ:

      

কী লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,

    আনন্দবসন্তসমাগমে

বিকশিত প্রীতিকুসুম হে

   পুলকিত চিতকাননে

জীবনলতা অবনতা তব চরণে।

   হরষগীত উচ্ছ্বসিত হে

কিরণমগন গগন