বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
এ
কী
লাবণ্যে পূর্ণ প্রাণ,
প্রাণেশ হে
পাঠ ও পাঠভেদ:
এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
আনন্দবসন্তসমাগমে ॥
বিকশিত প্রীতিকুসুম হে
পুলকিত চিতকাননে ॥
জীবনলতা অবনতা তব চরণে।
হরষগীত উচ্ছ্বসিত হে
কিরণমগন গগন ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের ৩১ বৎসর ৯ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী পূর্ণ ষড়্জ-তাল একতালা। পৃষ্ঠা: ৪৬৬][নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী পূর্ণ ষড়্জ-তাল একতালা। পৃষ্ঠা: ২৭০] [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)। ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ৩৯৬।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৭৩] [নমুনা]
প্রথম খণ্ড , দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৫৩৯। উপ-বিভাগ : সুন্দর-২৪।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
স্বরবিতান
পঞ্চচত্বারিংশ (৪৫)। খণ্ডের সপ্তম গান পৃষ্ঠা ১৯।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯৯)। মহীশূরী পূর্ণষড়জ-একতালা। পৃষ্ঠা: ২১৬। [নমুনা]
ভারতী ও বালক ( ফাল্গুন ১২৯৯)। রাগ-তাল: মহীশূরী খাম্বাজ-ঠুংরি। সরলাদেবী-কৃত স্ববলিপি-সহ মুদ্রিত। [বাণী পৃষ্ঠা ৬৫৭, স্বরলিপি পৃষ্ঠা: ৬৫৮-৬৫৯ স্বরলিপি] [নমুনা]
বীণাবাদিনী
(চৈত্র ১৩০৪ বঙ্গাব্দ)
।
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরলিপিকার: সরলাদেবী।
সুর ও তাল:
রাগ-পূর্ণষড়জ। তাল-একতাল।
রাগ: পূর্ণষড়্জ রাগিণী (মহীশূর)। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর: ণা।
লয়: দ্রুত।