বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কোন্ শুভখনে
উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু
পাঠ ও পাঠভেদ:
১৪৫
কোন্ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু
চিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু॥
নব নন্দনতানে চিরবন্দনগানে
উৎসববীণা মন্দমধুর ঝঙ্কৃত হবে প্রাণে-
নিখিলের পানে উথলি উঠিবে উতলা চেতনাসিন্ধু।
জাগিয়া রহিবে রাত্রি নিবিড়মিলনদাত্রী,
মুখরিয়া দিক চলিবে পথিক অমৃতসভার যাত্রী-
গগনে ধ্বনিবে 'নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু'॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নাই।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্ম সঙ্গীত। পৃষ্ঠা: ২১৪-২১৫] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। বেহাগ-একতালা। পৃষ্ঠা: ৩৮৮-৩৮৯। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী ১৩৩৮। পৃষ্ঠা: ২৯০-২৯১] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পূজা। বিরহ ১৮। পৃষ্ঠা: ৬৩-৬৪] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ১৪৫। উপ-বিভাগ: বিরহ ১৮।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। বেহাগ-একতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান
ষড়্বিংশ (২৬) খণ্ডের ১৩
সংখ্যক গান। পৃষ্ঠা ২৯-৩০।
[নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৩১৫ বঙ্গাব্দ। বেহাগ-একতালা। পৃষ্ঠা ১৮০] [নমুনা]
সঙ্গীত প্রকাশিকা (মাঘ ১৩১৫ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপ-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম:
গানটি ১৩১৫ বঙ্গাব্দের
১১ মাঘ অনুষ্ঠিত
৭৯তম মাঘোৎসবের
সন্ধ্যার অধিবেশনে গীত হয়েছিল।এরপর গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১৩১৫'
সংখ্যায়। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত
হয়েছিল, সেগুলো হলো-
গান
দ্বিতীয় সংস্করণ (১৩১৬),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (১৩১৮),
ধর্ম্মসঙ্গীত (১৩২১),
কাব্যগ্রন্থ
দশম খণ্ড (১৩২৩)
ও
গীতিচর্চ্চা
(১৩৩২)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত
হয়েছিল। এরপর এই গ্রন্থের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের বিরহ'
উপবিভাগের ১৮ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ে
১৪৫ সংখ্যক গান
হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয়
সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ
বন্দোপাধ্যায়।
[গীতলিপি-১ম ভাগ।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটিস্বর-২৬-এর
সুরভেদ/ছন্দোভেদ পত্রে সুরভেদ হিসাবে দেখানো হয়েছে। স্বরবিতান-২৬-এ
গৃহীত মূল স্বরলিপিটি কে করেছেন তা জানা যায় না।
[সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়
-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর- না
লয়-মধ্য।