মাঘোৎসব একোনাশীতি (৭৯)
রবিবার, ১১ মাঘ ১৩১৫ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯০৯ খ্রিষ্টাব্দ]

এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১৩টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৪টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ৯টি গান পরিবেশিত হয়েছিল। নিচে গানগুলি উল্লেখ করা হলো।

প্রাতঃকালীন অধিবেশনের চারটি গান

১. জননী তোমার করুণ চরণখানি [পূজা-৪৬৪] [তথ্য]
২. প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে [পূজা-৩১৬] [তথ্য]
৩.
তব অমল পরশরস, তব শীতল শান্ত [পূজা-৪০৮] [তথ্য]
৪. তুমি নব নব রূপে এসো প্রাণ [পূজা-১৬৭] [তথ্য]

সায়ংকালীন অধিবেশনের ৯টি গান

১. আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশ [পূজা-৩২০] [তথ্য]
২.
বাজে বাজে রম্যবীণা বাজে [পূজা-৩২১] [তথ্য]
৩.
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে [পূজা-৩৬৭] [তথ্য]
৪.
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাত [পূজা-৪২৫] [তথ্য]
৫.
কোথা হতে বাজে প্রেমবেদনা রে  [পূজা-৪৩১] [তথ্য]
৬. কত অজানারে জানাইলে তুমি[পূজা-৩৬৬ [তথ্য]
৭. কোন্‌ শুভখনে উদিবে নয়নে [পূজা-১৪৫] [তথ্য]
৮. একমনে তোর একতারাতে একটি যে তার [পূজা-২৫৫] [তথ্য]
৯. তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০] [তথ্য]