একমনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা-
ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা ॥
যেখানে তোর সীমা সেথায় আনন্দে তুই থামিস এসে,
যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে।
লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে,
যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা-
একতারাতে একটি যে তার আপন মনে সেইটি বাজা ॥
সপ্তম খণ্ড । [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, খেয়া। শিরোনাম সীমা। পৃষ্ঠা ২০৪] [নমুনা]
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা ২০৫-২০৬] [নমুনা]