বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ১৬৭
শিরোনাম:
তুমি
নব নব রূপে এসো প্রাণে।
পাঠ ও পাঠভেদ:
১৬৭
তুমি নব নব রূপে এসো প্রাণে,
এসো গন্ধে বরনে এসো গানে ॥
এসো অঙ্গে পুলকময় পরশে,
এসো চিত্তে সুধাময় হরষে,
এসো মুগ্ধ মুদিত দু’নয়ানে ॥
এসো নির্মল উজ্জ্বল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো এসো হে বিচিত্র বিধানে।
এসো দুঃখে সুখে, এসো মর্মে,
এসো নিত্য নিত্য সব কর্মে,
এসো সকল-কর্ম অবসানে ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩০১ বঙ্গাব্দের ২৬ ভাদ্র তারিখে- পতিসরে অবস্থানকালে রবীন্দ্রনাথ এ গানটির ৪ পংক্তি রচনা করেছিলন।
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী মিশ্র রামকেলী, তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৯৩। [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি'- থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৯৭।) [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,১৩৪৮ বঙ্গাব্দ। পূজা (উপবিভাগ: বিরহ ৪০) ৭২-৭৩) [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা পর্যায় ১৬৭। উপবিভাগ: বিরহ ৪০।
গীতাঞ্জলি
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। সপ্তম গান। পৃষ্ঠা ৯-১০।
বৈতালিক [চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। মিশ্র রামকেলি-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ) ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১৫ বঙ্গাব্দ। মিশ্র রামকেলী-কাওয়ালি। পৃষ্ঠা ১৭১-১৭২। [নমুনা]
ভারতী (কার্তিক ১৩১৫ বঙ্গাব্দ)। মিশ্র রামকেলী।
সঙ্গীত প্রকাশিকা (আশ্বিন ১৩১৫ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম: গানটি
পরিবেশিত হয়েছিল,
১১
মাঘ ১৩১৫ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯০৯ খ্রিষ্টাব্দ]-এর
৭৯তম মাঘোৎসবের
প্রাতঃকালীন অধিবেশনে। এরপর প্রথম
গান
(১৩১৬
বঙ্গাব্দ) নামক গ্রন্থে প্রথম অন্তর্ভুক্ত হয়। এরপর অন্যান্য যে সকল
গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো হলো-
গীতাঞ্জলি
(প্রথম সংস্করণ
১৩১৭ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ
(জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। [সঙ্গীত প্রকাশিকা, আশ্বিন ১৩১৫ বঙ্গাব্দ]
কাঙ্গালীচরণ সেন। [ছন্দোভেদ হিসাবে স্বরবিতান-২৬-এর ৬৭ পৃষ্ঠায় দেখানো হয়েছে]
দিনেন্দ্রনাথ ঠাকুর। [বৈতালিক]
সুর ও তাল:
রাগ-মিশ্র রামকেলী। তাল-ত্রিতাল। স্বরবিতান-২৬
রাগ-মিশ্র রামকেলী। তাল-কাওয়ালি। ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৬
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।