বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: তব
অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও
পাঠ ও পাঠভেদ:
তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর
অন্তরে দাও।
তব উজ্জ্বল জ্যোতি বিকাশি
হৃদয়মাঝে মম চাও ॥
তব মধুময়
প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও।জ্ঞান ধ্যান তব,
|ভক্তি-অমৃত
তব, শ্রী আনন্দ
জাগাও ॥
-
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি পাওয়া যায় নি
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ, ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা ৩০৯]
[নমুনা]
-
গান
- ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। আসাবরী-কাওয়ালি।
পৃষ্ঠা: ৩৬৭। [নমুনা:
৩৬৭]
-
গীতবিতান
-
গীতিচর্চ্চা [বিশ্বভারতী পৌষ
১৩৩২ বঙ্গাব্দ। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
১০]
[নমুনা]
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা ১৯৩]
[নমুনা]
- বৈতালিক (চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ)।
দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)
।
আসাবরি-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
ষড়বিংশ খণ্ড(২৬)
খণ্ডের ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৮।
[নমুনা]
- পত্রিকা:
- পরিবেশনা:
১১
মাঘ ১৩১৫ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯০৯ খ্রিষ্টাব্দ]-এর
৭৯তম মাঘোৎসবের
প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
মূল গান :
শাবরী । ত্রিতাল
তঅ চরণ কমল পর মন ভরবঁবা
লোভানো
জ্যোঁচন্দ্র
চকোর
জিমি চাতক বূঁদ স্বাতিকো
জলদ তান,
ঘন মৌর
জৈসে কুমুদিনী হিমচক্র চাহত
চকই চাহত তার।
তৈসে তুঅপগ পরম প্রীত সাঁ
ধ্যাবত
আনন্দ
কিশোর
॥
সঙ্গীত
চন্দ্রিকা
-আনন্দকিশোর
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা
৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৮০
-
স্বরলিপিকার:
-
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপিটি সুরভেদ হিসাবে স্বরবিতান-২৬'এর ৬৭ পৃষ্ঠায়
দেখানো
হয়েছে। স্বরবিতান-২৬'এ গৃহীত মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
-
সুরেন্দ্রনাথ
বন্দোপাধ্যায়। সঙ্গীত
প্রকাশিকা
-
দিনেন্দ্রনাথ ঠাকুর।
-
সুর ও তাল:
-
রাগ-আসাবরি। তাল-ত্রিতাল। স্বরলিপি-২৬
-
রাগ-আসাবরি । তাল-কাওয়ালি। তত্ত্ববোধিনী,
সঙ্গীত
প্রকাশিকা পত্রিকা, ব্রহ্মসঙ্গীত
পত্রিকা।
-
বৈতালিক
রাগ: আশাবরী। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৩]।
-
রাগ: আশাবরী। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৪]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর: পা।
-
লয়: মধ্য।