বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
পাঠ ও পাঠভেদ: 
	
		কোথা হতে বাজে প্রেমবেদনা রে !
				ধীরে ধীরে বুঝি 
অন্ধকারঘন
				হৃদয়-অঙ্গনে 
আসে সখা মম॥
				সকল দৈন্য তব 
দূর করো ওরে,
				জাগো সুখে ওরে 
প্রাণ।
				সকল প্রদীপ তব 
জ্বালো রে,
		জ্বালো রে-
ডাকো আকুল 
স্বরে ’এসো 
হে প্রিয়তম'॥
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ:
		
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি 
	
MS. NO 021:
	
 [নমুনা]। 
	ক. রচনাকাল ও স্থান: সঙ্গীত প্রকাশিকা পত্রিকা'র  'মাঘ ১৩১৫ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, এই গানটি আশ্বিন মাসে রচনা করেছিলেন।এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৭ বৎসর ৮ মাস।
	 [রবীন্দ্রনাথের 
৪৭ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
	
		- 
		গ্রন্থ:
		
- 
		
		পত্রিকা:
		
		
		
			- 
			তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১৫ বঙ্গাব্দ)। সুরট-কাওয়ালি। পৃষ্ঠা: ১৮০। 
		
		[নমুনা]
- 
সঙ্গীত 
		প্রকাশিকা (মাঘ ১৩১৫ বঙ্গাব্দ)। সুরট-কাওয়ালি। পৃষ্ঠা ৯৯-১০০।
 
 
- 
		পরিবেশনা:
		
		১১ মাঘ ১২৯৫ 
		বঙ্গাব্দ তারিখে
		সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে 
		আয়োজিত 
অনুষ্ঠানের প্রাতঃকালীন উপাসনায় গানটি 
		প্রথম পরিবেশিত 
হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- ভাঙাগান: 
এটি একটি 
		ভাঙা গান। 
 মূল গানটির রচয়িতা ছবি নায়ক। সুরট । ত্রিতাল
 বাজ রহী সখীয়ারে 
মুরলিয়া তান মান
 সুর নাম ধাম ধর
জাগী ননদী ডর 
পাই লি অব ॥
 বকত ন জান নিঠুর 
মূরলিয়া  আজু 
গয়ো সখি প্রাণ,
 ধরম করম গয়ো পীতম কারণ
 আজু 
রাখো মেরো 
মান মোহন 
অব॥
 রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/ প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৮৩
 
- স্বরলিপিকার:  কাঙ্গালীচরণ 
		সেন-কৃত স্বরলিপিটি স্বরবিতান-২৬'এর 
৭৭ পৃষ্ঠায় মুদ্রিত হয়েছে। স্বরবিতান-২৬'এর 
মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
- সুর ও তাল: 
		
			- রাগ-নট মল্লার। 
তাল-ত্রিতাল।
- রাগ: দেশ। 
।[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৭]
- রাগ: 
			সুরট। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।] 
 
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।  
- সুরাঙ্গ: 
		
খেয়ালাঙ্গ।
- গ্রহস্বর: রা।
লয়: মধ্য।