বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কোথা হতে বাজে প্রেমবেদনা রে
পাঠ ও পাঠভেদ:
 
কোথা হতে বাজে প্রেমবেদনা রে !
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম ॥
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ।
সকল প্রদীপ তব জ্বালো রে,
জ্বালো রে- ডাকো আকুল স্বরে ’এসো হে প্রিয়তম' ॥