বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়
?
পাঠ ও পাঠভেদ:
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় ?
জয় অজানার জয়।
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয় !
জয় অজানার জয় ॥
জানাশোনার বাসা বেঁধে কাটল তো দিন হেসে কেঁদে,
এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়।
জয় অজানার জয় ॥
মরণকে তুই পর করেছিস ভাই,
জীবন যে তোর তুচ্ছ হল তাই।
দু দিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে,
চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময় ?
জয় অজানার জয়
॥
রবীন্দ্রনাথের ৫৭ বৎসর ৪
মাস বয়সের রচনা।
শান্তিদেব ঘাষ
তাঁর রবীন্দ্রসঙ্গীত'
গ্রন্থের ২০২-০৩ পৃষ্ঠায় লিখেছেন -গানটি তাঁর বড়ো
মেয়ের
মৃত্যুর সময় লেখা।'
উল্লেখ্য রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা'র
(১৮৮৬-১৯১৮
খ্রিষ্টাব্দ) মৃত্যু হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: স্বরলিপিকারের নাম উল্লেখ নেই।
সুর ও তাল:
স্বরবিতান ষোড়শ
(১৬,
গীতপঞ্চাশিকা।
আশ্বিন
১৪১৩)
খণ্ডে
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩।৩।৩ মাত্রা ছন্দে একতাল-এ নিবদ্ধ।
[স্বরলিপি]
রাগ: ভৈরবী। অঙ্গ: বাউল। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৬]
রাগ: ভৈরবী। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।]
ঘ. প্রাসঙ্গিক পাঠ :
ঙ. স্বরলিপিকার :
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গ্রহস্বর-র্সজ্ঞা।
লয়-দ্রুত।