বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
প্রভু, খেলেছি অনেক খেলা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা
প্রার্থনা:
৬২
প্রভু, খেলেছি অনেক খেলা– এবে তোমার ক্রোড়
চাহি।
শ্রান্ত হৃদয়ে, হে, তোমারি প্রসাদ চাহি॥
আজি চিন্তাতপ্ত প্রাণে তব শান্তিবারি চাহি।।
আজি সর্ববিত্ত ছাড়ি তোমায় নিত্য-নিত্য চাহি॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
পাওয়া যায় নি।
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও
সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত
হয়েছিল। এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি
২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে
পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী
দেশ ভৈরবী- তাল একতাল। পৃষ্ঠা: ৩২২
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৩১]
[নমুনা]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয়
সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও প্রার্থনা পর্যায়ের ৬২ সংখ্যক গান।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। দেশ-একতালা।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
দ্বাবিংশ (২২) খণ্ডের ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা ৫৯-৬১।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৬)
-
সঙ্গীত প্রকাশিকা (ফাল্গুন ১৩০৯)
-
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবাৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন
উপাসনায় গানটি পরিবেশিত হয়।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ
সেন।
- সুর ও
তাল:
- রাগ-দেশ। তাল-একতাল। [স্বরলিপি-২২]
-
রাগ :
দেশ। তাল: একতাল
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬)]। পৃষ্ঠা: ৬৫]
-
রাগ: দেশ। তাল: একতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
জুলাই ২০০১,
পৃষ্ঠা: ১১৩।]
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
- সুরাঙ্গ: খেয়াল
- গ্রহস্বর: পা।