বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
প্রভু, খেলেছি অনেক খেলা
পাঠ ও পাঠভেদ:
৬২
প্রভু, খেলেছি অনেক খেলা– এবে তোমার ক্রোড়
চাহি।
শ্রান্ত হৃদয়ে, হে, তোমারি প্রসাদ চাহি॥
আজি চিন্তাতপ্ত প্রাণে তব শান্তিবারি চাহি।।
আজি সর্ববিত্ত ছাড়ি তোমায় নিত্য-নিত্য চাহি॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্য-গ্রন্থ , অষ্টম খণ্ড ( মজুমদার লাইব্রেরি। ১৩১০ বঙ্গাব্দ)।
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশ ভৈরবী- তাল একতাল। পৃষ্ঠা: ৩২২ [নমুনা ৩২২]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৩১] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা পর্যায়ের ৬২ সংখ্যক গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। দেশ-একতালা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৯-৬১।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৬)
সঙ্গীত প্রকাশিকা (ফাল্গুন ১৩০৯)
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের সপ্ততিতম সাংবাৎসরিক মাঘোৎসবের সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।