বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: জীবনে আমার যত আনন্দে পেয়েছি
দিবস-রাত
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা ৪৯৮
জীবনে আমার যত আনন্দে পেয়েছি
দিবস-রাত
সবার
মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ
॥
যে দিন তোমার
জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি
সে দিন
আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত
॥
বারে
বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
বাহির
হইতে পরশ করেছ অন্তরমাঝখানে।
পিতা মাতা
ভ্রাতা সব পরিবার,
মিত্র আমার,
পুত্র আমার,
সকলের সাথে প্রবেশি হৃদয়ে
তুমি আছ মোর
সাথ
॥
-
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে
গানটি পাওয়া যায় নি।
-
পাঠভেদ:
পাঠান্তর
আছে।
স্বরবিতান-২৬'এর
৭১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের
পাঠান্তরটি দেখানো হলো।
তোমার
নয়নপাত : ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ৬ (জ্যৈষ্ঠ ১৩১৮)
তোমারি
নয়নপাত : গান (১৯০৯ খৃষ্টাব্দ)
গীতবিতান
(আশ্বিন ১৩৩৮)
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নৈবেদ্য
[আদি
ব্রাহ্মসমাজ যন্ত্র। আষাঢ় ১৩০৮ বঙ্গাব্দ
। নৈবেদ্য ৭, পৃষ্ঠা ১৩-১৪[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
নায়েকি-কানাড়া।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- স্বরবিতান ষড়্বিংশ (২৬) খণ্ডের ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৩।
[নমুনা]
-
পরিবেশনা: ১১ মাঘ ১৩১০ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৪ খ্রিষ্টাব্দ],
৭৪তম মাঘোৎসবে এই গানটি
পরিববেশিত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ
সেন।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৬,
স্বরবিতান-২৬
-
সুর ও তাল:
-
রাগ-মিশ্র
সাহানা।তাল-একতাল। স্বরবিতান-২৬
-
রাগ-নায়েকী
কানাড়া। তাল-একতাল। ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৬।
বর্তমানে এই
গানটির সুর মিশ্র সাহানা রাগে নিবদ্ধ বলে বিবেচিত হয়।
- রাগ: সাহানা।
তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৫২]।
-
রাগ: সাহানা। তাল: একতাল।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
৯৩ ।]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর: মা।
-
লয়:
মধ্য।