মাঘোৎসব 
চতুঃসপ্ততি (৭৪) 
    এই উৎসবে 
	রবীন্দ্রনাথের দুটি গান পরিবেশিত হয়েছিল। গান দুটি হলো-
	সোমবার, ১১ মাঘ ১৩১০ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৪ খ্রিষ্টাব্দ]
১. আমার এ ঘরে আপনার করে [পূজা-১০৬]
	[তথ্য]
২. জীবনে আমার যত আনন্দে পেয়েছি দিবস-রাত [পূজা-৪৯৮]
	[তথ্য]