রাগ ইমন

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে তীব্র মধ্যম ছাড়া বাকি সকল স্বর শুদ্ধ। সন্ধ্যা বা রাত্রি প্রথম প্রহরের রাগ হিসাবে এর খ্যাত রয়েছে। কোনো সঙ্গীতজ্ঞের মতে- এই রাগটি ছিল পারশ্যের। আমির হযরত আমির খসরু, এই রাগটি ভারতীয় রাগে পরিণত করেছিলেন। আবার অনেকে মনে করেন রাগটি ভারতবর্ষেরই রাগ ছিল। এই রাগের মুখ্য সাঙ্গীতিক স্বরগুচ্ছ্- হ্ম র গ র স।
আরোহণ: স র গ হ্ম প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প হ্ম গ র স
ঠাট: কল্যাণ
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: গ
সমবাদী স্বর: ন
অঙ্গ: পূর্বাঙ্গবাদী
সময়: রাত্রি প্রথম প্রহর।
প্রকৃতি: শান্ত
পকড় : ন্ র গ এ স, পহ্ম, র স

তথ্যসূত্র: