বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি
পাঠ ও পাঠভেদ:
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে-
অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে।
আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে ফুটে-
চোখের ’পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি॥
পাণ্ডুলিপির পাঠ:
MS_110
(i)।
[ পাণ্ডুলিপি]
পাঠভেদ:
বুকের
বসন ছিঁড়ে ফেলে
[শেফালি (আষাঢ় ১৩৩৫)]
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে [ কথার অংশ,
শেফালি (আষাঢ় ১৩৩৫)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)]
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
MS_110
(i)-তে
গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে, '২৫ শে মাঘ, শিলাইদহ পদ্মা'।
উল্লেখ্য,
১৩১২ বঙ্গাব্দের ২৩শে মাঘ থেকে ২৫শে মাঘ পর্যন্ত শিলাইদহে তিনি মোট
৪টি
গান রচনা করেন।
এর ভিতরে এই গানটি রচনা করেছিলেন
২৫শে মাঘ।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৪ বৎসর ৯ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শারদোৎসব। পৃষ্ঠা ৩৮] [নমুনা]
কাব্যগ্রন্থ সপ্তম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)। খেয়া।
খেয়া
মজুমদার প্রেস, ১৩১৩ বঙ্গাব্দ।
ইন্ডিয়ান প্রেস লিমিটেড ১৩২৮ বঙ্গাব্দ।
বিশ্বভারতী, ১৩৩৫ বঙ্গাব্দ।
গান,
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। ভৈরবী-তেওরা। পৃষ্ঠা: ২৫৭। [নমুনা]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম ও প্রকৃতি: ৬২।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। ভৈরবী-তেওড়া। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
শারদোৎসব
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডের দশম গান। পৃষ্ঠা ৩৬-৩৭।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩১৪বঙ্গাব্দ)।
পরিবেশনা:
শনিবার, ১১ মাঘ ১৩১৪
বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৮ খ্রিষ্টাব্দ]-এ
অষ্টসপ্ততিতম (৭৮)
সাংবৎসরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়।
এই
মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১৫টি গান পরিবেশিত হয়েছিল।
এর ভিতরে এই গানটিও গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: স্বরবিতান স্বরবিতান পঞ্চাশত্তম (চৈত্রে ১৪১৩) খণ্ডে এই গানটির দুইজনের দুটি স্বরলিপি রয়েছে।
প্রথম স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর। [পৃষ্ঠা: ৯৩]
দ্বিতীয় স্বরলিপি: কাঙালীচরণ সেন। [পৃষ্ঠা: ১০১]
সুর ও তাল:
রাগ: ভৈরবী। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
গ্রহস্বর: র্সর্জ্ঞা
[প্রথম স্বরলিপি]
সা [দ্বিতীয়
স্বরলিপি]