বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
		
সংসারে কোনো ভয় নাহি নাহি
	
		
		সংসারে 
		কোনো ভয় নাহি নাহি-
	
ওরে ভয়চঞ্চল 
প্রাণ,
জীবনে মরণে সবে
          
        রয়েছি তাঁহারি দ্বারে 
॥
অভয়শঙ্খ বাজে 
নিখিল অম্বরে 
সুগম্ভীর,
দিশি দিশি 
দিবানিশি সুখে শোকে
        
        লোক-লোকান্তরে॥
		
	
	- পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
	
- পাঠভেদ: 
	তথ্যানুসন্ধান
	
	
		- ক. রচনাকাল ও স্থান: ১৯ 
		ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ (৫ সেপ্টেম্বর ১৯১৪) সুরুল।
 
		- খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
 
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। 
				পূজা
		বিবিধ
		৮৩। ১৭৮] 
				[নমুনা]
	অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)। 
		পূজা ৪৫৫। উপ-বিভাগ : বিবিধ-৮৩।
	
	
			
	ধর্ম্মসঙ্গীত
	[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা:
	৩০৯।
[নমুনা]
				
				
				ব্রহ্মসঙ্গীত স্বরলিপি 
				পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)
				
				ইমনকল্যাণ-আড়াচৌতাল। 
				কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
				
				স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ডের ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৮।
						
				[নমুনা]
		
		
		পত্রিকা:
		- তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ)। ইমন কল্যাণ-আড়া চৌতাল। 
				পৃষ্ঠা ১৭৯। [নমুনা]
- সঙ্গীত-প্রকাশিকা (পৌষ 
				১৩১৪ বঙ্গাব্দ)। 
				
						ইমন কল্যাণ-আড়া 
				চৌতাল। পৃষ্ঠা ৭৬-৭৭।
রেকর্ড: 
		প্রকাশের 
			কালানুক্রম: গানটি 
			রবীন্দ্রনাথের 
			৪৬ বৎসর ৮ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল। 
					১১ মাঘ 
					১৩১৪ 
			বঙ্গাব্দ [২৫ জানুয়ারি 
			১৯০৮ 
			খ্রিষ্টাব্দ] অনুষ্ঠিত 
অষ্টসপ্ততিতম (৭৮) সাংবৎসরিক মাঘোৎসব
			-এ এই গানটি পরিবেশিত হয়।
	
	
	
	গ.
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		- ভাঙা গান:
					    
 এটি একটি ভাঙা গান।
 মূল 
			গান :  ইমন কল্যাণ ।
	আড়া
	চৌতাল 
			(মধ্যগতি)
 শ্যামকো দরশন নহি পায়ো,
			
					মেরো 
			মন চঞ্চল হোত,
 উনসে জবহিঁ মিলে, সোহি দিনহি সুদিন॥
 অবহি জাত ঢুঁঢ়ে যমুনা তটকো উনবিন ঘরি ঘরি পল ছিন
		ভবনকো নহি রহত॥                 
			-
 
 গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়
 দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। 
			পৃষ্ঠা ৫৮-৫৯।
 
- স্বরলিপি:
			[স্বরলিপি]
- স্বরলিপিকার:
		
		কাঙ্গালীচরণ সেন।
- সুর
		 
			ও তাল:
			- স্বরবিতান 
			পঞ্চবিংশ (২৫)
			খণ্ডে 
						(বঙ্গাব্দ) 
				গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ 
						রয়েছে 
						ইমন কল্যাণ 
				ও 
				আড়া চৌতাল।
- রাগ : 
						ইমন 
				কল্যাণ। তাল : 
						আড়া চৌতাল।  [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
					পৃষ্ঠা: ৮০।
- 
			রাগ: 
				
						ইমন কল্যাণ।
						
				তাল:
				
				আড়া চৌতাল।
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৩৯।
 
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
- সুরাঙ্গ:
					ধ্রুপদাঙ্গ।
- গ্রহস্বর: 
					সা।
- লয়: মধ্য।