বিষয়: 
 রবীন্দ্রসঙ্গীত। 
 
		শিরোনাম: 
		
মম অঙ্গনে 
স্বামী 
আনন্দে 
হাসে
		
		পাঠ ও পাঠভেদ:
		
		
			- গীতবিতান 
			(বিশ্বভারতী, 
			কার্তিক ১৪১২)-এর 
			পাঠ: পূজা ৫০৭।
	
মম অঙ্গনে 
স্বামী 
আনন্দে 
হাসে,
সুগন্ধ ভাসে
আনন্দ-রাতে
॥
    খুলে দাও 
দুয়ার সব,
    সবারে 
ডাকো ডাকো,
নাহি রেখো 
কোথাও কোনো বাধা—
অহো,
আজি
সঙ্গীতে 
মন প্রাণ মাতে 
॥
	
      
		-  
		পাণ্ডুলিপির পাঠ: 
		পাণ্ডুলিপি গানটি পাওয়া যায় নি।
 
-  
		তথ্যানুসন্ধান
			-  
			ক. 
			রচনাকাল ও স্থান:
- 
			খ. 
			প্রকাশ ও গ্রন্থভুক্তি:
				-  গ্রন্থ: 
				- 
				গান 
				- 
				
				প্রথম সংস্করণ  [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ]
 
				ধামার-বাহার। পৃষ্ঠা: ৩৮১ [নমুনা]
- 
				
				দ্বিতীয় সংস্করণ ইন্ডিয়ান 
			প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ 
		বঙ্গাব্দ)। 
			ব্রহ্মসঙ্গীত। 
				 
				বাহার-ধামার। 
				পৃষ্ঠা: ৩৮৫। [নমুনা]
 
- 
				
				গীতবিতান
				- 
				প্রথম খণ্ড, প্রথম সংস্করণ(বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
				 
  [নমুনা]
- 
					
					প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,
					মাঘ ১৩৪৮ 
					বঙ্গাব্দ)। 
-  
					অখণ্ড সংস্করণ, 
					তৃতীয় সংস্করণ 
					(বিশ্বভারতী,
					পৌষ ১৩৮০ 
					বঙ্গাব্দ)। পর্যায়:
					 
					পূজা 
					৫০৭।
					উপবিভাগ:  
বিবিধ-১৩১।
 
- 
				
				 ব্রহ্মসঙ্গীত 
স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। 
বাহার-ধামার। কাঙ্গালীচরণ 
সেন-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-  স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ডের ২২ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৩-৫৪।
 
-  
				পত্রিকা:  
তত্ত্ববোধিনী (ফাল্গুন 
১৩১৪  
বঙ্গাব্দ)। 
বাহার-ধামার। পৃষ্ঠা ১৭৯।
-  
				পরিবেশনা: শনিবার, ১১ মাঘ ১৩১৪ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৮ খ্রিষ্টাব্দ]-এ 
অষ্টসপ্ততিতম (৭৮) 
সাংবৎসরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়। 
এই 
মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১৫টি গান পরিবেশিত হয়েছিল। 
এর ভিতরে এই 
গানটিও গীত হয়েছিল।
 
- 
 
			গ.  
			সঙ্গীত 
			বিষয়ক 
			তথ্যাবলী: 
			
				- 
  ভাঙা গান: এটি একটি ভাঙা গান। মূলগানটি রঙ্গরস-এর রচিত।
 
 মূল গান:
 বাহার। ধামার।
 আজু ব্রজমেঁ সৈঁয়া খেলোঁগী 
হোরি।
 খেলোঁগী হোরি ধুম মচোরী।
 কোই সখি মার পিচকারী,
 কোই কুমকুম অবীর উড়াবত ভারী॥
 
সঙ্গীত মঞ্জরী :
 রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা 
৩৮।
 
 সমতূল্য রবীন্দ্রনাথের 
অন্য গান:
 এত আনন্দধ্বনি উঠিল কোথায় 
	[ পূজা-৩২৯]
	 তথ্য]
 
 
-  স্বরলিপিকার: 
				কাঙ্গালীচরণ
 
সেন। 
ব্রহ্মসঙ্গীত 
স্বরলিপি ৫ম ভাগ স্বরবিতান-২৫'এ গৃহীত স্বরলিপিটি কার তা জানা যায় না।
-  সুর ও 
				তাল: 
			
				-  রাগ-বাহার। তাল-ধামার। স্বরবিতান-২৫
- রাগগ: 
				বাহার।
				তাল:
		ধামার [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
 
- 
 
				রাগ: 
				বাহার।
				তাল: ধামার। [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: 
			১২৫।
 
-  বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত। 
				
 
 
- 
 
				বিষয়াঙ্গ:
 
				ব্রহ্মসঙ্গীত। 
				
- 
 
				সুরাঙ্গ: 
				ধ্রুপদাঙ্গ।
- 
			 গ্রহস্বর: ণা। 
				
-  >লয়: 
				 মধ্য ।