বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওরে শিকল,
তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
পাঠ ও পাঠভেদ:
ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
তুমি আনন্দে, ভাই, রেখেছিলে ভেঙে অহঙ্কার॥
তোমায় নিয়ে ক’রে খেলা সুখে দুঃখে কাটল বেলা—
অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার॥
তোমার ‘পরে করি নে রোষ, দোষ থাকে তো আমারি দোষ—
ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।
অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি,
সেই দায়টি স্মরি তোমায় করি নমস্কার॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]
পাঠভেদ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
রাগ ও তাল: