বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
      
      ওরে  শিকল,
      
      
      
      তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:
		
			
	  ওরে     শিকল,
      
      
      
      তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
তুমি 
          আনন্দে,
      
      
      ভাই,  
      রেখেছিলে ভেঙে অহঙ্কার॥
তোমায় নিয়ে ক’রে খেলা   সুখে দুঃখে কাটল বেলা—
অঙ্গ 
      বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার॥
তোমার ‘পরে করি নে রোষ,
      
      
      দোষ 
      থাকে তো আমারি দোষ—
ভয় 
      যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।
অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি,
সেই 
      দায়টি স্মরি তোমায় করি নমস্কার॥
			
		
RBVBMS 358]
	
[নমুনা]
	
	 
	
	 পাঠভেদ: 
	
	
	
	
তথ্যানুসন্ধান 
	- 
	ক. রচনাকাল ও স্থান:  
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
	
	
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
 
	
		- 
	স্বরলিপিকার: 		
 
- রাগ ও তাল:
 
		
			- রাগ: 
			মিশ্র ঝিঁঝিট। অঙ্গ: বাউল। তাল: ত্রিতাল 
			
			
		  (রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪৩
- 
			রাগ: ঝিঁঝিট 
			 তাল: ঢিমে তেতালা 
		 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই 
				২০০১], পৃষ্ঠা: ৭৮ ।