বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমরা বসব তোমার সনে
পাঠ ও পাঠভেদ:
আমরা বসব তোমার সনে-
তোমার শরিক হব রাজার রাজা,
তোমার আধেক সিংহাসনে॥
তোমার দ্বারী মোদের করেছে শির নত-
তারা জানে না যে মোদের গরব কত।
তাই বাহির হতে তোমায় ডাকি,
তুমি ডেকে লও গো আপন জনে॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]।
তথ্যানুসন্ধান
গান
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
গীতবিতান
দ্বিতীয় খণ্ড, প্রথম
সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
নাট্যগীতি পর্যায়ের ৮৫ সংখ্যক গান।
প্রায়শ্চিত্ত
স্বরবিতান নবম (৯) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ১৭-১৮।
বাউল। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
বাউল। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]