বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে
পাঠ ও পাঠভেদ:
তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে
তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে॥
তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে,
সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে॥
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো—
আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের একাধিক পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়।
পাঠভেদ:
তুমি খুসি থাক আমার পানে চেয়ে
চেয়ে
তোমার আঙিনাতে আমি
বেড়াই যখন গেয়ে গেয়ে।
[পাণ্ডুলিপি]
তুমি
খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে
তোমার
আঙিনাতে বেড়াই যখন বেড়াই গেয়ে গেয়ে॥
[গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)]
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম খণ্ডের (চৈত্র ১৪১৪) ৭৩ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ পত্র অনুসারে নিচের পাঠভেদ দেখানো হলো।
আমার পানে চেয়ে চেয়ে : স্বরলিপি,স্বরবিতান-৫৬
আমায় চেয়ে
: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
সুরে সুরে বুকে বাজে : স্বরলিপি,স্বরবিতান-৫৬
সুরে নাচে বুকে বাজে, : গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন :স্বরলিপি,স্বরবিতান-৫৬
পুলকে তার ঝলক লাগে সকল ভুবন :গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
প্রবাহিনী
-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে
ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, শ্রাবণ ১৩৩৯ বঙ্গাব্দ)। ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতি-বীথিকা' থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৬৭২। [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। গান সংখ্যা ২৯। পৃষ্ঠা: ২৭। [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৬১। উপবিভাগ: বন্ধু ২৯। পৃষ্ঠা: ৩১।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। গীতগান ৬। পৃষ্ঠা: ৭-৮। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডের (চৈত্র ১৪১৪) নবম গান। পৃষ্ঠা:২৫-২৭। [নমুনা]
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা (কার্তিক-পৌষ ১৩৬৪ বঙ্গাব্দ)। অনাদিকুমার
দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
[বিশ্বভারতী
পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
প্রকাশের
কালানুক্রম:
১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত 'প্রবাহিনী' নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। গানটি এই গ্রন্থ থেকে,
১৩৩৯ বঙ্গাব্দের
শ্রাবণ মাসে প্রকাশিত গীতবিতানের তৃতীয় খণ্ডের প্রথম
সংস্করণে অন্তর্ভুক্ত হয়।
১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে এই গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে। এরপর
বিশ্বভারতী পত্রিকা
'র কার্তিক-পৌষ ১৩৬৪ বঙ্গাব্দ সংখ্যায় অনাদিকুমার দস্তিদার-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের অখণ্ড সংস্করণে
পূজা পর্যায়ের ৬১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়।