বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যিনি
সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী
পাঠ ও পাঠভেদ:
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী।
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥
তাঁর বিপুল ছন্দে ছন্দে
মোরা যাই চলে আনন্দে,
তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী ॥
এই জন্ম-মরণ-খেলায়
মোরা মিলি তাঁরি মেলায়,
এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।
ওরে ডাকেন তিনি যবে
তাঁর জলদ-মন্দ্র রবে
ছুটি পথের কাঁটা পায়ে দ’লে সাগর গিরি লঙ্ঘি ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS 125 [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত করা হয় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও
স্থান: গানটি প্রথম লেখা হয়েছিল 'অচলায়তন' নাটকের প্রথম দৃশ্যে, পঞ্চকের গান
হিসেবে। এই নাটকের প্রথম খসড়া পাণ্ডুলিপি
Ms. 125
-তে রচনার তারিখ ও স্থানের উল্লেখ
আছে '১৫ই আষাঢ়/১৩১৮/শিলাইদহ'। এই বিচারে বলা যায়,
গানটি রবীন্দ্রনাথের ৫০
বৎসর ২ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের ৫০ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
রবীন্দ্ররচনাবলী।
৫ম দৃশ্য, শোণপাংশুদের।
[রবীন্দ্ররচনাবলী
একাদশ খণ্ড, (বিশ্বভারতী,
আশ্বিন ১৩৯৩)।
পৃষ্ঠা:
৩৬৬।
[অচলায়তন
নাটকে ব্যবহৃত রবীন্দ্রনাথের গানের তালিকা]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)। ১৩১৮ বঙ্গাব্দে প্রকাশিত 'অচলায়তন ' নাটক থেকে গানটি গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৯০-৩৯১। [নমুনা: ৩৯০, ৩৯১]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)। পূজা, বন্ধু-৪৯। পৃষ্ঠা: ৩৫। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০) পূজা: ৮১, উপবিভাগ: বন্ধু-৪৯। পৃষ্ঠা: ৩৮।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)। গান ১৬৯। পৃষ্ঠা: ১৩১-১৩২ [নমুনা: ১৩১, ১৩২]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিসিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিষ্টাব্দ। পৃষ্ঠা: ৯-১০] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের (পৌষ ১৪১২) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯-৪০।
পত্রিকা:
প্রবাসী (আশ্বিন ১৩১৮)। পৃষ্ঠা ৫৮৪। ‘অচলায়তন’ নাটকের সাথে মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম: ১৩১৮ বঙ্গাব্দের ১৫ আষাঢ়-এ প্রকাশিত
অচলায়তন নাটকের সাথে
এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই নাটকে
'শোনপাংশুদের গান' হিসেবে ব্যবহৃত হয়েছিল।
Ms. 230
-তে এই মুদ্রিত পাঠটিতে লম্বাভাবে একটানে কেটে দেওয়া অবস্থায় পাওয়া যায়। এরপর গানটি প্রকাশিত হয়েছিল
প্রবাসী
পত্রিকার 'আশ্বিন ১৩১৮' সংখ্যায়। এর প্রায় ৩ বছর পর,
১৩২১ বঙ্গাব্দে
ইন্ডিয়ান পাবলিসিং হাউস থেকে
ধর্ম্মসঙ্গীত
-এ গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর
১৩৩২ বঙ্গাব্দে
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত 'গীতিচর্চ্চা
' -তে গানটি অন্তর্ভুক্ত হয়। ১৩৩৮ বঙ্গাব্দে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
গীতবিতানের দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছিল 'অচলায়তন' নাটক থেকে। এরপর গীতবিতানের ১৩৪৮ সংস্করণে গানটি
গীতবিতানের প্রথম খণ্ডে পূজা পর্যায়ের বন্ধু উপবিভাগে অন্তর্ভুক্ত হয়। ১৩৮০
বঙ্গাব্দে গীতবিতানের অখণ্ড সংস্করণে পূজা পর্যায়ের ৮১ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি:
স্বরলিপিকার:
অনাদিকুমার দস্তিদার।
[পাণ্ডুলিপি
থেকেস্বরবিতান
দ্বিপঞ্চাশত্তম খণ্ডে (জ্যৈষ্ঠ ১৩৬৪)
গৃহীত হয়েছিল।
বর্তমান খণ্ডেও তা অব্যাহত আছে।]
[অনাদিকুমার
দস্তিদার-কৃত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম খণ্ডের (পৌষ ১৪১২)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[দাদরা তালে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: বেহাগ-বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
রাগ: বেহাগ, খাম্বাজ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
সুরাঙ্গ:
বাউলাঙ্গ।
[রবীন্দ্রনাথের
বাউলাঙ্গের গানের তালিকা]
গ্রহস্বর: গা।
লয়: দ্রুত।