বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
আমি তারেই খুঁজে বেড়াই 
যে রয় মনে আমার মনে।
পাঠ ও পাঠভেদ:
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে।
সে আছে ব'লে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে ॥
সে আছে ব’লে চোখের তারার আলোয়
এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয়।
সে মোর সঙ্গে থাকে ব’লে
আমার অঙ্গে অঙ্গে হরষ জাগায় দখিন-সমীরণে ॥
তারি বাণী হঠাৎ উঠে পূরে
আন্মনা কোন্ তানের মাঝে আমার গানের সুরে।
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,
কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায়।
সে মোর চিরদিনের ব'লে
তারি পুলকে মোর 
পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে 
॥
 
পাণ্ডুলিপি: RBVBMS 112 [ নমুনা ]
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান:
		
		গীতি-বীথিকা
 
প্রকাশিত হয় ১৩২৬ 
		বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই গ্রন্থে ১৩২৫ বঙ্গাব্দের ফাল্গুন থেকে চৈত্র 
		মাসে রচিত ৩টি গান স্থান পেয়েছিল। এর ভিতরে এই গানটি ছিল। এই বিচারে ধারণা 
		করা হয়. গানটি ৫৭ বৎসর বয়সের শেষার্থে রচিত হয়েছিল।
		
    
		[দেখুন: ৫৭ বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা] 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয় গীতিবীথিকা গ্রন্থে। কিন্তু উক্ত গ্রন্থের পরবর্তী সকল সংস্করণে বর্জিত হয়। গানটি এর পর অরূপরতন’এর প্রথম সংস্করণে (মাঘ ১৩২৬ বঙ্গাব্দ) গৃহীত হয়। অবশেষে ঋণশোধ নাটকে গানটি গৃহীত হয় এবং তা অদ্যাবধি আছে। এ ছাড়া কাব্যগীতি (পৌষ ১৩২৬ বঙ্গাব্দ)এ গৃহীত হয়ে পরবর্তী সংস্করণে বাদ পড়ে।
রাগ: কালাংড়া। অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]