গান সংখ্যা:
শিরোনাম:
বসন্তে ফুল
গাঁথল আমার জয়ের মালা।
পাঠ ও পাঠভেদ:
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা॥
পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে—
মরণ এবার আনল আমার বরণডালা॥
যৌবনেরই ঝড় উঠেছে আকাশ-পাতালে।
নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে।
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা—
আরাম বলে ‘এল আমার যাবার পালা’ ॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২১ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৫৩ বৎসর বয়সের রচনা।
প্রথম সংস্করণের [ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ (১৯১৬ খ্রিষ্টাব্দ)। চতুর্থ দৃশ্য
রবীন্দ্ররচনাবলী, দ্বাদশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৪ বঙ্গাব্দ, পৃষ্ঠা-১৩৬)।
অনাদিকুমার দস্তিদার। [স্বরবিতান সপ্তম (৭) খণ্ড (কার্তিক ১৪১৩ বঙ্গাব্দ)]