ফাল্গুনী
প্রথম সংস্করণ
১৩২২ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দ

১৩২২ বঙ্গাব্দের (১৯১৬ খ্রিষ্টাব্দ) ফাল্গুন মাসে এই নাটকটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। গ্রন্থটির আখ্যাপত্র থেকে জানা যায় যে,- প্রকাশক ছিল ইন্ডিয়ান প্রেস, এলাহাবাদ। মূল্য ছিল বার আনা। নিচে প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত গানের তালিকা দেওয়া হলো।

প্রথম দৃশ্যের গীতি-ভূমিকা
 

  1. ওগো দখিন হাওয়া  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  2. আকাশ আমায় ভরল আলোয়  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  3. ওগো নদী আপন বেগে পাগল-পারা [তথ্য] [নমুনা]

প্রথম দৃশ্য

  1. ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে   [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  2. মোদের যেমন খেলা তেমনি যে কাজ  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  3. আমাদের পাকবে না চুল গো [তথ্য] [নমুনা]
  4. আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫] [তথ্য] [নমুনা]

দ্বিতীয় দৃশ্যের গীতি-ভূমিকা

  1. আমরা খুঁজি খেলার সাথি [তথ্য]  [নমুনা]
  2. ছাড়্ গো তোরা ছাড়্ গো [[তথ্য] [নমুনা]
  3. আমরা নূতন প্রাণের চর, হা হা [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
    দ্বিতীয় বার ব্যবহৃত হয়েছে। ছাড়্ গো তোরা ছাড়্ গো  [তথ্য]  [নমুনা]

দ্বিতীয় দৃশ্য

  1. আমাদের খেপিয়ে বেড়ায় যে  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  2. চলি গো, চলি গো, যাই গো চলে  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  3. ভালো মানুষ নই রে মোরা  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]

তৃতীয় দৃশ্যের গীতি-ভূমিকা

  1. ওর ভাব দেখে যে পায় হাসি  [তথ্য] [নমুনা]
  2. আর নাই যে দেরি [তথ্য] [নমুনা]

তৃতীয় দৃশ্য

  1. মোরা চলব না  [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  2. ধীরে বন্ধু, ধীরে ধীরে  [তথ্য] [নমুনা]

চতুর্থ দৃশ্যের গীতি-ভূমিকা

  1. বিদায় নিয়ে গিয়েছিলেম [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  2. এই কথাটাই ছিলেম ভুলে  [তথ্য] [নমুনা]
  3. এবার তো যৌবনের কাছে [তথ্য] [নমুনা]
  4. এতদিন যে বসেছিলেম [তথ্য] [নমুনা]

চতুর্থ দৃশ্য

  1. তুই ফেলে এসেছিস কারে [প্রেম-৩০৭] [তথ্য] [নমুনা]
  2. আমি যাব না গো অমনি চলে [প্রেম-১১৩] [তথ্য] [নমুনা]
  3. সবাই যারে সব দিতেছে [পূজা-৪৮১] [তথ্য]  [নমুনা]
  4. বসন্তে ফুল গাঁথল [প্রকৃতি-২০৯] [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  5. চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে [পূজা-২৫৩] [তথ্য] [নমুনা]
  6. হবে জয়, হবে জয়, হবে জয় রে [পূজা-৩৭৪] [তথ্য] [নমুনা]
  7. তোমায় নতুন করে পাব ব'লে। [পূজা-৪৫] [তথ্য] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
  8. ওরে আয় রে তবে, মাত্ রে সবে [প্রকৃতি-২১০] [তথ্য] [নমুনা]