বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এবার তো
যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?
পাঠ ও পাঠভেদ:
এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
‘জেনেছি’ ॥
আবরণকে বরণ ক’রে ছিলে কাহার জীর্ণ ঘরে?
আপনাকে আজ বাহির করে এনেছ?
‘এনেছি’॥
এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
মরণ-মাঝে অমৃতকে জেনেছ?
‘জেনেছি’।
লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
‘হেনেছি’॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 131 [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 131-তে লিখিত এই গানটির সাথে গানটি রচনার স্থান ও তারিখ
উল্লেখ আছে-'সুরুল/১৩
ফাল্গুন।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের
১২ই ফাল্গুন, রবীন্দ্রনাথ শান্তিনিকতেন থেকে সুরুলে যান। এখানে
তিনি ২৩ ফাল্গুন পর্যন্ত ছিলেন। এই সময়ের ভিতরে তিনি এই গানটি-সহ তিনি মোট ১৫টি
গান রচনা করেছিলেন। এই সময়ে ১৩ই ফাল্গুন তিনি এই গানটি রচনা
করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল-
৫৩ বৎসর ১০ মাস।
[রবীন্দ্রনাথের
৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৯০) পর্যায়ের ২৭৭ সংখ্যক গান।
প্রথম সংস্করণের [ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ (১৯১৬ খ্রিষ্টাব্দ)। চতুর্থ দৃশ্য
স্বরবিতান সপ্তম খণ্ডের (কার্তিক ১৪১৩ বঙ্গাব্দ) ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৬-৬৮।
পত্রিকা: