বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আকাশ আমায় ভরল
আলোয়
পাঠ ও পাঠভেদ:
আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে॥
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস—
আমার মনের রাগরাগিণী রাঙা হল রঙিন তানে॥
দখিন-হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস—
তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 131] [নমুনা]
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
RBVBMS 131-তে
লিখিত এই গানটির সাথে গানটি রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-'সুরুল/১৩ই
ফাল্গুন/রাত্রি'।
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ।
ফাল্গুনী।
প্রথম দৃশ্যের গীতি-ভূমিকা।
দ্বিতীয় গান। শিরোনাম 'পাখীর নীড়ের
গান। পৃষ্ঠা: ১৬৩-১৬৪]
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
(বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও প্রার্থনা ৩৪।
গীতিচর্চা (বিশ্বভারতী,
১৩৩২ বঙ্গাব্দ)
প্রথম
সংস্করণের
[ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ (১৯১৬
খ্রিষ্টাব্দ)।
প্রথম দৃশ্যের গীতি-ভূমিকা।
দ্বিতীয় গান। শিরোনাম 'পাখীর নীড়ের
গান। পৃষ্ঠা ২৪-২৫]
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]।
রবীন্দ্ররচনাবলী দ্বাদশ
খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯৪)। 'নীড়ের পাখির গান'। পৃষ্ঠা : ১০২।
স্বরবিতান সপ্তম (৭,
ফাল্গুনী, কার্তিক ১৪১৩) খণ্ডের তৃতীয় গান। ১০-১২।
পত্রিকা:
আনন্দ
সঙ্গীত
পত্রিকা
(কার্তিক ১৩২৫)
খাম্বাজ-কাওয়ালি। ইন্দিরাদেবীকৃত স্বরলিপিসহ প্রকাশিত হয়েছিল।
সবুজপত্র [চৈত্র ১৩২১।
ফাল্গুনী। ১ (প্রথম ভাগ), পাখীর নীড়ের গান। পৃষ্ঠা ই] [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী। [সূত্র :
স্বরবিতান সপ্তম
খণ্ডে (কার্তিক, ১৪১৩)]
সুর ও তাল:
স্বরবিতান সপ্তম (৭,
ফাল্গুনী, কার্তিক ১৪১৩) খণ্ডে মুদ্রিত স্বরলিপির সাথেই রাগ-তালের উল্লেখ
নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে 'দাদরা'
তালে নিবদ্ধ।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের
১২ই ফাল্গুন, রবীন্দ্রনাথ শান্তিনিকতেন থেকে সুরুলে যান।
এখানে তিনি ২৩ ফাল্গুন পর্যন্ত ছিলেন। এই সময়ের ভিতরে তিনি এই গানটি-সহ
তিনি মোট ১৫টি গান রচনা করেছিলেন। এই সময়ে ১৩ই ফাল্গুন রাত্রি বেলায় তিনি এই গানটি রচনা
করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল--
৫৩
বৎসর ১০ মাস।
[রবীন্দ্রনাথের
৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
গ্রহস্বর: রা।
লয়: মধ্য।