বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমরা নূতন প্রাণের চর হা হা
পাঠ ও পাঠভেদ:
আমরা নূতন প্রাণের চর হা হা।
আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা ॥
নিয়ে পক্ব পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো?
ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার ’পর হা হা ॥
তোমায় বাঁধব নূতন ফুলের মালায়
বসন্তের এই বন্দীশালায়।
জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে?
তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর হা হা ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 131 [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 131-তে লিখিত এই গানটির সাথে গানটি রচনার স্থান ও তারিখ
উল্লেখ আছে-'সুরুল/১৩ই
ফাল্গুন/প্রভাত'।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের
১২ই ফাল্গুন, রবীন্দ্রনাথ শান্তিনিকতেন থেকে সুরুলে যান।
এখানে তিনি ২৩ ফাল্গুন পর্যন্ত ছিলেন। এই সময়ের ভিতরে তিনি এই গানটি-সহ
তিনি মোট ১৫টি গান রচনা করেছিলেন। এই সময়ে ১৩ই ফাল্গুন সকাল বেলায় তিনি এই
গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল-
৫৩ বৎসর ১০ মাস।
[রবীন্দ্রনাথের
৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
প্রথম সংস্করণের [ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ (১৯১৬ খ্রিষ্টাব্দ)।
রবীন্দ্ররচনাবলী দ্বাদশ খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯৪)। পৃষ্ঠা : ১১৩।
স্বরবিতান সপ্তম (৭, ফাল্গুনী) খণ্ডের (কার্তিক ১৪১৩ বঙ্গাব্দ) ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৫-৩৭।
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি পাওয়া যায় নি।
স্বরলিপিকার: ইন্দিরাদেবী। [সূত্র : স্বরবিতান সপ্তম খণ্ডে (কার্তিক, ১৪১৩)]
সুর ও তাল:
স্বরবিতান সপ্তম (৭,
ফাল্গুনী)
খণ্ডের (কার্তিক ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত
স্বরলিপিটি ৩।৩ মাত্রা
ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[স্বরলিপি]
রাগ: পরজ-বসন্ত। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
রাগ: ভৈরবী, ভৈরব। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]
গ্রহস্বর: না।
লয়: মধ্য।