বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওরে আয়
রে তবে, মাত্ রে সবে আনন্দে
পাঠ ও পাঠভেদ:
ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে॥
পিছন-পানের বাঁধন হতে চল ছুটে আজ বন্যাস্রোতে,
আপনাকে আজ দখিন-হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে॥
বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে ॥
অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।
যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্ অনন্তে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 131 [নমুনা]
প্রথম সংস্করণের [ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ (১৯১৬ খ্রিষ্টাব্দ)। চতুর্থ দৃশ্য
রবীন্দ্ররচনাবলী, দ্বাদশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৪ বঙ্গাব্দ, পৃষ্ঠা-১৪৪)।
রাগ: বাহার। অঙ্গ: কীর্তন। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৬৩।
ঘ. প্রাসঙ্গিক পাঠ :
ঙ. স্বরলিপিকার :
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: