বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: বিদায় নিয়ে
গিয়েছিলেম বারে বারে।
পাঠ ও পাঠভেদ:
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে॥
এই তো আবার নবীন বেশে
এলেম তোমার হৃদয়দ্বারে॥
কে গো তুমি।― 'আমি বকুল।'
কে গো তুমি।― 'আমি পারুল।'
তোমরা কে বা― 'আমরা আমের মুকুল গো
এলেম আবার আলোর পারে।'
'এবার যখন ঝরব মোরা ধরার বুকে
ঝরব তখন হাসিমুখে―
অফুরানের আঁচল ভরে
মরব মোরা প্রাণের সুখে।'
তুমি কে গো।― 'আমি শিমুল।'
তুমি কে গো। ― 'কামিনী ফুল।'
তোমরা কে বা।― 'আমরা নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে।'
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 131 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 131-তে লিখিত এই গানটির সাথে গানটি রচনার স্থান ও তারিখ
উল্লেখ আছে-'সুরুল/১৩
ফাল্গুন/রাত্রি।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের
১২ই ফাল্গুন, রবীন্দ্রনাথ শান্তিনিকতেন থেকে সুরুলে যান। এখানে
তিনি ২৩ ফাল্গুন পর্যন্ত ছিলেন। এই সময়ের ভিতরে তিনি এই গানটি-সহ তিনি মোট ১৫টি
গান রচনা করেছিলেন। এই সময়ে ১৩ই ফাল্গুন রাতে তিনি এই গানটি রচনা
করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল-
৫৩ বৎসর ১০ মাস।
[রবীন্দ্রনাথের
৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
প্রথম সংস্করণের [ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ (১৯১৬ খ্রিষ্টাব্দ)। চতুর্থ দৃশ্যের গীতি-ভূমিকা।