বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
ওরে ভাই,   ফাগুন 
লেগেছে বনে বনে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
ওরে ভাই,   
ফাগুন লেগেছে বনে বনে—
ডালে ডালে 
ফুলে ফলে পাতায় পাতায় রে,
          
আড়ালে আড়ালে কোণে কোণে॥
           
রঙে রঙে রঙিল আকাশ,  
গানে গানে নিখিল উদাস—
           
যেন চলচঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে॥
          
              হেরো হেরো অবনীর রঙ্গ
          
              গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে 
তার মৌন রহে না আর 
কেঁপে কেঁপে 
ওঠে খনে খনে।
          
বাতাস ছুটিছে বনময় রে, 
ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি 
বারে বারে              কুঞ্জের দ্বারে দ্বারে
          
      শুধায়ে ফিরিছে জনে জনে॥
	- 
	পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- 
	তথ্যানুসন্ধান
		- 
		ক. রচনাকাল ও স্থান: 
		
		রবীন্দ্রনাথ ফাল্গুনী নাটক শেষ করেছিলেন 
ফাল্গুন মাসে। এর ভিতরে ১৬টি গান তিনি সুরুলে থাকাকালে 
	
	
	RBVBMS 
	131	
	-পাণ্ডুলিপিতে লিখেছিলেন। এরপর 
		
		প্রমথ চৌধুরী 
সম্পাদিতর 'সবুজপত্র' পত্রিকার 'চৈত্র ১৩২১ বঙ্গাব্দ' 
সংখ্যায় ফাল্গুনী নাটকটি মুদ্রিত হয়েছিল। এই সময় উল্লিখিত ১৬টি গান ছাড়া এই গানসহ 
		মোট ১৩টি 
 
নতুন 
		গান যুক্ত 
		হয়েছিল। এই নতুন গানগুলো রচনার সুনির্দিষ্ট তারিখ বা 
		স্থান পাওয়া যায় না। 
যেহেতু 'সবুজপত্র' পত্রিকার 'চৈত্র ১৩২১ বঙ্গাব্দ' 
		সংখ্যায় প্রকাশিত 'ফাল্গুনী' নাটকে গানগুলো 
		স্থান পেয়েছিল। এই সূত্রে ধারণা করা হয়, এই গানগুলো ফাল্গুনী নাটকের জন্য 
		ফাল্গুন মাসেই রচিত হয়েছিল।  এই সময় রবীন্দ্রনাথের
	বয়স ছিল 
		৫৩ বৎসর ১০ মাস।
		
	     [রবীন্দ্রনাথের 
		৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
		- 
		খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ:
			
- 
		স্বরবিতান সপ্তম (৭, 
ফাল্গুনী)
খণ্ডের (কার্তিক ১৪১৩ বঙ্গাব্দ) 
		পঞ্চম গান। পৃষ্ঠা ১৭-১৯।
 
- পত্রিকা:
		- আনন্দসঙ্গীত পত্রিকা (পৌষ ১৩২৫)।
- সবুজপত্র [চৈত্র ১৩২১ বঙ্গাব্দ। ফাল্গুনী। ১ (প্রথম দৃশ্য)। পৃষ্ঠা 
		৮০৯]
		[নমুনা]
		
		
 
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- ভাঙ্গাগান: 
এটি একটি ভাঙা গান। মূলগান এরিমা স বন অমুয়া। 
পরজ-বাহার রাগের এই খেয়ালটি ঠাকুর বাড়িতে প্রচলিত ছিল। এই সুরে রবীন্দ্রনাথের বড় 
দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 'আজি কি হরষ সমীর বহে প্রাণে'। 
এই সুরে রবীন্দ্রনাথ ৪৩ বৎসর বয়সে রচনা করেছিলেন 'আজি এই গন্ধ বিধূর সমীরণে। আর ৫৩ 
বৎসর রচনা 
গানটি 
ফাল্গুনী নাটকের জন্য এই সুরে রচনা করেছিলেন 'ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।
	
	মূল গান: এরিমা স 
বন 
	
 দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান: আজি কি হরষ সমীর বহে
 রবীন্দ্রনাথ ঠাকুর: আজি এই গন্ধবিধূর সমীর
 রবীন্দ্রনাথের গান: ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
 
- স্বরলিপি
- 
		
		স্বরলিপিকার:
			
		 ইন্দিরাদেবী চৌধুরানী।
- 
	
		সুর ও তাল: 
	
		- 
		স্বরবিতান সপ্তম (৭, 
ফাল্গুনী)
খণ্ডের (কার্তিক ১৪১৩ বঙ্গাব্দ) 
		খণ্ডে মুদ্রিত স্বরলিপির সাথে রাগ-তালের উল্লেখ নেই। 
		উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪ 
মাত্রা ছন্দে ত্রিতালে নিবদ্ধ।
 [স্বরলিপি]
- রাগ: বসন্ত। 
		তাল ত্রিতাল 
		
		
		 [রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪৩
- রাগ: কালেংড়া।
		
		
		 তাল: ত্রিতাল 
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই 
				২০০১], পৃষ্ঠা: ৭৮।
- গ্রহস্বর: র্সা।