বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ওরে,
আগুন আমার ভাই
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
ওরে,
আগুন আমার ভাই,
আমি তোমারি জয় গাই।
তোমার
ওই শিকল-ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই
॥
তুমি দু হাত
তুলে আকাশ-পানে
মেতেছ আজ কিসের গানে,
একি
আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই
॥
যেদিন ভবের
মেয়াদ ফুরোবে ভাই,
আগল যাবে সরে-
সে দিন হাতের
দড়ি,
পায়ের বেড়ি,
দিবি রে ছাই করে।
সে দিন আমার
অঙ্গ তোমার অঙ্গ ওই নাচনে নাচবে
রঙ্গে-
সকল দাহ মিটবে দাহে,
ঘুচবে সব বালাই
॥
RBVBMS 358]
[নমুনা]
।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির সাথে স্থান ও তারিখ হিসেবে উল্লেখ আছে '১৪ই
চৈত্র'।
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
গীতবিতান
-
পরিত্রাণ
(জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। ৩য় অংক,
১ম দৃশ্য,
ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা ১৭৭। রবীন্দ্ররচনাববলী বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৭৭।
-
প্রায়শ্চিত্ত
(৩১ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। ৪র্থ অংক,
৬ষ্ঠ দৃশ্য। ধনঞ্জয়ের গান। (নৃত্যগীত)।
রবীন্দ্ররচনাববলী
নবম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৬০।
-
মুক্তধারা (বৈশাখ ১৩২৯
বঙ্গাব্দ)। ধনঞ্জয়ের গান গুন আমার ভাই।
রবীন্দ্ররচনাববলী
চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২২৫।
-
স্বরবিতান
নবম (৯) খণ্ডের ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৪২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
রাগ
ও তাল:
- অঙ্গ: বাউল।
তাল: দাদরা
[ রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪২
-
অঙ্গ:
বাউল।
তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১], পৃষ্ঠা: ৭৭।
-
বাউলের সুর।
-
তাল-দাদরা
-
বাউলাঙ্গ
-
গ্রহস্বর-সা।
-
লয়-দ্রত।