বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওরে,
আগুন আমার ভাই
পাঠ ও পাঠভেদ:
ওরে, আগুন আমার ভাই,
আমি তোমারি জয় গাই।
তোমার ওই শিকল-ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই ॥
তুমি দু হাত তুলে আকাশ-পানে মেতেছ আজ কিসের গানে,
একি আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই ॥
যেদিন ভবের মেয়াদ ফুরোবে ভাই, আগল যাবে সরে-
সে দিন হাতের দড়ি, পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।
সে দিন আমার অঙ্গ তোমার অঙ্গ ওই নাচনে নাচবে রঙ্গে-
সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের RBVBMS 358 পাণ্ডুলিপিতে গানটির সাথে স্থান ও তারিখ হিসেবে উল্লেখ আছে '
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ৮২-৮৩। [নমুনা: ৮২, ৮৩ ]
গান (১৯০৯ খ্রীষ্টাব্দ)। বিবিধ।
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : শেষ-২৮) পর্যায়ের ৬১১ সংখ্যক গান।
পরিত্রাণ (জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। ৩য় অংক, ১ম দৃশ্য, ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা ১৭৭। রবীন্দ্ররচনাববলী বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৭৭।
প্রায়শ্চিত্ত (৩১ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। ৪র্থ অংক, ৬ষ্ঠ দৃশ্য। ধনঞ্জয়ের গান। (নৃত্যগীত)। রবীন্দ্ররচনাববলী নবম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৬০।
মুক্তধারা (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। ধনঞ্জয়ের গান গুন আমার ভাই। রবীন্দ্ররচনাববলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২২৫।
স্বরবিতান নবম (৯) খণ্ডের ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৪২।
অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৭৭।
বাউলের সুর।
তাল-দাদরা
বাউলাঙ্গ
গ্রহস্বর-সা। লয়-দ্রত।
গ. স্বরলিপিকার : স্বরবিতান-৯'এ স্বরলিপিকারের নাম অনুল্লিখিত।
ঘ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :