স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি—
কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥
নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে,
নাই কিছু তার দাবি—
বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥
চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,
দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে উঠে।
খুঁজে যারে বেড়াই গানে, প্রাণের গভীর অতল-পানে
যে জন গেছে নাবি,
সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৯ বৈশাখ ১৩৩৫ বঙ্গাব্দ। শান্তিনিকেতন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: বিচিত্র ২২, পৃষ্ঠা: । [নমুনা]
দ্বিতীয় খণ্ড, বিচিত্র ২২।
তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৮৩৪।
বিচিত্রা, স্বপ্ন (জ্যৈষ্ঠ ১৩৩৫ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৭৪১।
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) (বিশ্বভারতী, চৈত্র ১৪১৪) খণ্ড, গান সংখ্যা: ৭, পৃষ্ঠা : ২০-২২।
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা (শ্রাবণ-আশ্বিন ১৩৬৪ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার -কৃত স্বরলিপি সহ মুদ্রিত।
সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা (আষাঢ় ১৩৪৩ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার -কৃত স্বরলিপি সহ মুদ্রিত।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি] পাণ্ডুলিপি হতেস্বরবিতান ষট্পঞ্চাশত্তম খণ্ডে সংকলিত।
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার।
সুর ও তাল:
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৪) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : কীর্তন। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: বাউল। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৩।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: বাউলাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: